ETV Bharat / state

Anubrata in Delhi: দিল্লিতেই দোল কাটাবেন কেষ্ট ! রঙের উৎসবের মাঝেই রাজধানীতে অনুব্রত

author img

By

Published : Mar 6, 2023, 7:39 PM IST

আসানসোল সিবিআই বিশেষ আদালতের হস্তক্ষেপেই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট কেটেছে । দোলের দিনই তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে বিশেষ আদালতে পেশ করবে ইডি (Anubrata in Delhi Mondal to be produced in Special Court) ।

Anubrata in Delhi
দোলেই দিল্লি যাত্রা অনুব্রত মণ্ডলের

আসানসোল, 6 মার্চ: অনেকেই ভেবেছিলেন, আসানসোল সংশোধনাগারেই দোলযাত্রা কাটাবেন অনুব্রত মণ্ডল । কিন্তু সে আশায় জল ঢালা গেল । মঙ্গলবার অর্থাৎ দোলের দিনই কলকাতা হয়ে দিল্লি নিয়ে যাওয়া হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি । মঙ্গলবার সকাল 11টায় জোকা ইএসআই হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা হবে । তারপরেই তাঁকে ইডির হাতে তুলে দেওয়া হবে । সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল 5টার আগেই দিল্লিতে বিশেষ আদালতে তাঁকে তোলা হতে পারে । অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে ইডি (Anubrata in Delhi Mondal to be produced in Special Court) ।

নানা টানাপোড়েনের পর অবশেষে কেষ্ট'র দিল্লি যাত্রা নিশ্চিত হয়েছে । সোমবার আসানসোল সিবিআই আদালত ইডি, আসানসোল সংশোধনাগার এবং আসানসোল দুর্গাপুর পুলিশের ভূমিকা ঠিক করে দিয়েছে । হাইকোর্টের নির্দেশমতো কলকাতায় কোনও একটি কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে ইডির হাতে তুলে দিতে হবে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষকে । এক্ষেত্রে কলকাতা নিয়ে যাওয়ার জন্য অনুব্রতর সুরক্ষার দায়িত্ব নেবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ।

কলকাতায় নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার পর ইডির হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দিলে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষের আর কোনও দায়িত্ব থাকবে না । ইডি তারপর দায়িত্ব নিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে । এই রায় ঘোষণার পরেই সোমবার বিকেলে জানা যায়, মঙ্গলবার সকাল 11টায় কলকাতার জোকা ইএসআই হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । অর্থাৎ সেক্ষেত্রে আসানসোল সংশোধনাগার থেকে সকাল 6টার মধ্যেই রওনা দিতে হবে অনুব্রত মণ্ডলকে নিয়ে । ইতিমধ্যেই আসানসোল সংশোধনাগার থেকে পুলিশ কমিশনারেটকে বিষয়টি জানানো হয়েছে ।

Anubrata in Delhi
তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে বিশেষ আদালতে পেশ করবে ইডি

আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে কাটল জট, শীঘ্রই দিল্লি যাচ্ছেন কেষ্ট

সকাল 6টায় বেরিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সুরক্ষায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে । সেখানে বেলা 11টায় তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে । স্বাস্থ্য পরীক্ষা করানোর পরেই তাঁকে ইডি'র হাতে তুলে দেওয়া হবে । মনে করা হচ্ছে, দেড়-দু'ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পরেই ইডি তাঁকে বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাবে । মঙ্গলবার বিকেল 5টার আগেই দিল্লিতে বিশেষ আদালতে তাঁকে পেশ করা হতে পারে । অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়ে নেওয়ার জন্য ইডি দিল্লির এই বিশেষ আদালতে আবেদন জানাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.