ETV Bharat / state

Anubrata Mondal: 'জানলার কাচ তুলে দাও !' লটারি নিয়ে প্রশ্ন কানে যেতেই বললেন কেষ্ট

author img

By

Published : Nov 11, 2022, 12:50 PM IST

Updated : Nov 11, 2022, 1:15 PM IST

Anubrata Mondal reaction on questions over WB Lottery Scam
Anubrata Mondal: 'জানলার কাচ তুলে দাও !' লটারি নিয়ে প্রশ্ন শুনেই বললেন কেষ্ট

আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) চত্বরে মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) এদিন তাঁকে আদালতে পেশ করা হয় ৷ আদালতে ঢোকার মুখে লটারি দুর্নীতি (WB Lottery Scam) নিয়ে প্রশ্ন শুনেই বিরক্ত হন অনুব্রত ৷

আসানসোল, 11 নভেম্বর: মেজাজ হারালেন কেষ্ট ! সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে জানলার কাচ তুলে দিতে বললেন পুলিশকর্মীকে ! শুক্রবার সকালে এই ঘটনার সাক্ষী থাকল আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) চত্বর ৷ ঠিক কী ঘটেছিল এদিন ?

গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) এদিনই আদালতে পেশ করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ সেই মতো নির্দিষ্ট সময়ে কেষ্টকে নিয়ে আদালতে পৌঁছে যায় পুলিশের এসইউভি ৷ এদিকে, সিবিআই (CBI) সূত্রে খবর, 'গরুপাচারের কালো টাকা সাদা করতেই নাকি একের পর এক লটারি জেতানো (WB Lottery Scam) হয়েছে' অনুব্রত এবং তাঁর মেয়েকে সুকন্য়া মণ্ডলকে (Sukanya Mondal) ! এদিন কেষ্ট আদালত চত্বরে পৌঁছতেই স্বাভাবিকভাবেই এ নিয়ে তাঁকে প্রশ্ন করতে শুরু করেন সাংবাদিকরা ৷ আর তাতে স্পষ্টতই বিরক্ত হন অনুব্রত ৷ গাড়ির ভিতর তাঁর সঙ্গে থাকা পুলিশকর্মীকে তৃণমূলের এই দাপুটে নেতা বলেন, "জানলার কাচ তুলে দাও !"

বিরক্ত কেষ্ট !

আরও পড়ুন: কেষ্টকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ, নাম করে পার্থর জন্য তৃণমূল লজ্জিত বলেও মানলেন

উল্লেখ্য, গত 29 অক্টোবর অনুব্রত মণ্ডলকে শেষবার বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ সেদিন তাঁকে ফের একবার বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক ৷ ওই দিন শুনানিতে অনুব্রতর আইনজীবীরা দাবি করেছিলেন, তাঁদের মক্কেল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷ অন্যদিকে, সিবিআই-এর বক্তব্য ছিল, অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ৷ তাই তাঁকে কোনওভাবে জামিন দেওয়া উচিত নয় ৷ তাহলেই তিনি তদন্ত এবং সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন ৷ আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যুক্তি মেনে নিয়ে অনুব্রতকে ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

এদিকে, অনুব্রতকে সিবিআই গ্রেফতার করলেও এখন ইডি (ED)-এর পক্ষ থেকেও এই মামলার তদন্ত শুরু করা হয়েছে ৷ ইডি-এর নির্দেশে দফায় দফায় তাদের দিল্লির সদর কার্যালয়ে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদ সামলাতে হচ্ছে অনুব্রতর মেয়ে সুকন্য়াকে ৷ এরই মধ্যে সিবিআই দাবি করেছে, তারা মোট পাঁচটি লটারির টিকিটের হদিশ পেয়েছে ৷ সেই টিকিটগুলির বিনিময়ে অনুব্রত এবং সুকন্যাকে লক্ষ লক্ষ টাকার পুরস্কার 'পাইয়ে দেওয়া হয়েছে' ! তাই স্বাভাবিকভাবেই রাজ্যে এবার লটারি দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এদিন তেমনই প্রশ্নের সম্মুখীন হতে হল বীরভূমের কেষ্টকেও ৷

Last Updated :Nov 11, 2022, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.