ETV Bharat / state

Anubrata Mondal on his Health: 'রক্তপাত হচ্ছে, ভীষণ ব্যথা !' বিচারককে বললেন কেষ্ট

author img

By

Published : Mar 3, 2023, 3:05 PM IST

Anubrata Mondal complaining about his health during the virtual hearing at Special CBI Court in Asansol
ফাইল ছবি

তাঁর শরীর ভালো নেই ! আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল শুনানি চলার সময় একথা জানালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal on his Health) ৷ কী বললেন তিনি ?

আসানসোল, 3 মার্চ: শুক্রবারই কি দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ? তা নিয়ে দোলাচলের মধ্যেই এদিন ফের তাঁকে নিয়ে শুনানি হল পশ্চিম বর্ধমানের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৷ তবে, এদিন তাঁকে সরাসরি আদালতে হাজির করানো হয়নি ৷ আসানসোল সংশোধনাগার থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করেন অনুব্রত ৷ এই শুনানিতে বিচারকের কাছে নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন অনুব্রত (Anubrata Mondal on his Health) ৷ বিচারক তাঁকে সুচিকিৎসার আশ্বাস দেন ৷

বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করেন, "কেমন আছেন ?" এই প্রশ্নের উত্তরে অনুব্রত প্রথমে বলেন "ভালো আছি ৷" তারপরই বিচারককে জানান, তাঁর শরীরের একাংশে ক্ষত তৈরি হয়েছে ৷ সেখান থেকে রক্তপাত হচ্ছে ৷ ফলে ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি ৷ প্রত্যুত্তরে বিচারক অনুব্রত মণ্ডলকে জানান, "আপনার জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হবে ৷"

এদিকে, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি ৷ পালটা এই দিল্লিযাত্রা ঠেকাতে উঠে-পড়ে লেগেছেন তাঁর আইনজীবীরাও ৷ এ নিয়ে শুক্রবার সকালেই একপ্রস্থ শুনানি হয়ে গিয়েছে দিল্লি হাইকোর্টে ৷ কিন্তু, আদালত কোনও নির্দেশ দেয়নি ৷ বদলে এদিন বিকেল পর্যন্ত মামলা স্থগিত রাখা হয়েছে ৷ ওয়াকিবহাল মহল বলছে, এই প্রেক্ষাপটে দিল্লি হাইকোর্ট নতুন কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা দেওয়ার ক্ষেত্রে ইডি আধিকারিকদের সামনে আর কোনও বাধা নেই ৷

আরও পড়ুন: সিবিআই আদালতকে চ্যালেঞ্জ ! দিল্লিযাত্রা রুখতে কলকাতা হাইকোর্টে কেষ্ট ! শুনানি আজ

উল্লেখ্য, গত 17 ফেব্রুয়ারি শেষবার বিশেষ সিবিআই আদালতে শুনানি ছিল অনুব্রতর ৷ সেদিন বিচারক তাঁকে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ সেই হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শুক্রবার ফের ভার্চুয়াল শুনানির আয়োজন করা হয় ৷ অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ এদিন তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন করেননি। মনে করা হচ্ছে, উচ্চ আদালতে মামলা চলাতেই এদিন বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেননি তিনি ৷

এদিন আদালতে অভিযুক্তের জামিনের আবেদন না করায় কোনও সওয়াল জবাব হয়নি ৷ বিচারক অনুব্রত মণ্ডলকে ফের একবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ যদিও সেই নির্দেশ বলবৎ থাকবে, নাকি ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে, সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয় ৷ সবই নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্ত ও পদক্ষেপের উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.