ETV Bharat / state

Agnimitra on Babul: বাবুল সুপ্রিয়কে 'গদ্দার' বলে কটাক্ষ অগ্নিমিত্রার

author img

By

Published : Apr 26, 2023, 8:31 PM IST

ETV Bharat
ফাইল ছবি

কদিন আগে আসানসোলে গিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে কটাক্ষ করেছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ এর পালটা বাবুলকে আক্রমণ করেছেন অগ্নিমিত্রা ৷

অগ্নিমিত্রা পলের বক্তব্য

আসানসোল, 26 এপ্রিল: এবার বাক সংঘাতে জড়ালেন তৃণমূল বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ও আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । দু'দিন আগেই আসানসোলে এসে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছিলেন, "অগ্নিমিত্রাকে আমিই রাজনীতিতে এনেছিলাম, ওনার সৌজন্যবোধও নেই ।" বুধবার এর পালটা বাবুল সুপ্রিয়কে 'গদ্দার' বলে সম্বোধন করেছেন অগ্নিমিত্রা পল ৷

এদিন অগ্নিমিত্রা বলেন, "বাবুল আসানসোলবাসী ও বিজেপির সঙ্গে গদ্দারি করেছেন ।" বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটে জিতে আসানসোলের সাংসদ থাকাকালীন কুমারপুরে একটি রেলওভার ব্রিজের কাজ শুরু করিয়েছিলেন । কিন্তু তিনি বিজেপি ছেড়ে দেওয়ার পর সেই কাজ মন্থর গতিতে চলছিল বলে অভিযোগ । সেই কাজের অগ্রগতি দেখতে বাবুল দিনকয়েক আগে আসানসোল এসেছিলেন । প্রসঙ্গত, এই রেলওভার ব্রিজের কাজ নিয়ে আসানসোল দক্ষিনের বিধায়ক অগ্নিমিত্রা পাল কয়েক মাস আগে মন্তব্য করেছিলেন, মার্চ মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে । কিন্তু মার্চ শেষ হয়ে গেলেও সেই কাজ শেষ হয়নি ।

এই বিষয় নিয়ে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করা হলে তিনি অগ্নিমিত্রাকে কটাক্ষ করে বলেন, "রেল সেতু নিয়ে উনি কিছুই জানেন না । আগে উনি একটু পড়াশোনা করুন । বিজেপিতে ওনাকে আমিই নিয়ে এসেছিলাম। উনি আমার সম্পর্কে অনেক মন্তব্য করছেন। ওনার কোনও সৌজন্যবোধ নেই ।"

এর পালটা বাবুলকে তোপ দেগে অগ্নিশর্মা অগ্নিমিত্রা বলেছেন, "বাবুল সুপ্রিয় গদ্দার। তাঁর রাজনীতি ব্যাক্তিগত স্বার্থের রাজনীতি। একদিন তিনি রাষ্ট্রনীতির কথা বলতেন, এখন তিনি তোষণ নীতির দিকে চলে গিয়েছেন । তাঁর কোনও আদর্শবোধ বা রাষ্ট্রীয় বোধ নেই । তাঁর মন্ত্রিত্ব চলে যেতেই ব্যক্তিস্বার্থ ক্ষুন্ন হতেই তিনি তৃণমূলে যোগ দিলেন। যাদেরকে তিনি গালিগালাজ করতেন সেই কোম্পানিতে গিয়ে নাম লেখালেন।"

আরও পড়ুন: রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী কবে কালিয়াগঞ্জ যাবেন, প্রশ্ন সেলিমের

অগ্নিমিত্রা পল আরও জানিয়েছেন, বাবুল সুপ্রিয় রামদেবের কৃপায় টিকিট পেয়েছিলেন এবং নরেন্দ্র মোদি প্রথমেই তাঁকে মন্ত্রী করেছিলেন । দ্বিতীয়বারও মন্ত্রী করেছিলেন। সুযোগ দিয়েছিলেন কিন্তু সেই সুযোগের মর্যাদা তিনি রাখতে পারেননি । বাবুল সুপ্রিয়র রেল ওভারব্রিজ পরিদর্শন নিয়ে অগ্নিমিত্রা পলের কটাক্ষ, "এই সেতু আগামী দিনে আসানসোলবাসীর জন্য তৈরি হচ্ছে। ওনার লজ্জা লাগা উচিত যাঁদেরকে নিয়ে উনি সেতু পরিদর্শনে গিয়েছিলেন, তাঁরাই সেতুর কাজে বাধা দিয়েছিলেন এবং কালো পতাকাও দেখিয়েছিলেন।" বিজেপিতে থাকার সময় বাবুল সুপ্রিয়ের গাওয়া এই 'তৃণমূল আর না, আর না' গানটি ভাইরাল হয়েছিল । এদিন সেই গানও দু'কলি গেয়েও বাবুলকে খোঁচা দেন অগ্নিমিত্রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.