ETV Bharat / state

covid হাসপাতালের সামনে রাস্তার পাশে PPE কিট, ক্ষোভ

author img

By

Published : Jun 3, 2020, 10:22 PM IST

কোরোনা আক্রান্তদের চিকিৎসা চলছে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার মলানদিঘির covid হাসপাতালে । তার জেরে হাসপাতালের সামনের রাস্তার দুপাশে পড়ে থাকছে ব্যবহার করা PPE কিট ,হ্যান্ড গ্লাভস, মাস্কসহ বিভিন্ন সামগ্রী । কোরোনা সংক্রমণ ছড়ানোর আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা ৷

PPE kit on the side of the road in front of Covid Hospital
কোভিড হাসপাতালের সামনে রাস্তার পাশে PPE কিট

দুর্গাপুর, 3 জুন : কাঁকসা থানা এলাকার মলানদিঘিতে Covid হাসপাতালে সংলগ্ন রাস্তার দুই পাশে যত্রতত্র পড়ে থাকছে ব্যবহৃত PPE কিট, হ্যান্ড গ্লাভস ,মাস্ক-সহ বিভিন্ন সামগ্রী । সেই সমস্ত সামগ্রী থেকে কোরোনা সংক্রমণ ছড়ানোর আতঙ্ক তৈরি হচ্ছে এলাকায় । তার জেরে এলাকার মানুষের আবেদন ব্যবহৃত এই সামগ্রীগুলি যেন রাস্তার পাশে এভাবে খোলা জায়গায় না ফেলা হয় ।

পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত জেলার কোরোনা আক্রান্তদের চিকিৎসা চলছে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার মলানদিঘির ‘‘রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড হাসপাতাল’’-এ । তার জেরে হাসপাতালের সামনের রাস্তার দুপাশে পড়ে থাকছে ব্যবহার করা PPE কিট ,হ্যান্ড গ্লাভস, মাস্ক-সহ বিভিন্ন সামগ্রী । অনেকগুলি আবার আধপোড়া অবস্থাতেও পড়ে থাকতে দেখা যাচ্ছে ৷

স্থানীয় বাসিন্দাদের অনেকের অভিযোগ, সামনে রয়েছে COVID-19 হাসপাতাল । হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা আসছেন বিভিন্ন জেলা থেকে কোরোনা আক্রান্তদের ভরতি করতে । তারাই এই সমস্ত ব্যবহৃত PPE কিট ,হ্যান্ড গ্লাভস ,মাস্ক রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যাচ্ছেন । মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ মুখোপাধ্যায় জানান, সাধারণ মানুষের পক্ষ থেকে এরকম কোনও অভিযোগ এখনও পর্যন্ত পঞ্চায়েতে আসেনি । বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.