ETV Bharat / state

Agitation in Durgapur: ডিএসপি-র সম্প্রসারণের জন্য উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে দুর্গাপুরে বিক্ষোভ

author img

By

Published : Jul 28, 2023, 5:46 PM IST

Updated : Jul 28, 2023, 6:53 PM IST

Agitation in Durgapur
Agitation in Durgapur

Agitation in Durgapur against DSP Eviction Notice: শুক্রবার শিল্পশহর দুর্গাপুরে বিক্ষোভ হল ইস্পাত কারখানার বিরুদ্ধে ৷ কারখানা সম্প্রসারণের জন্য বেআইনি দখলদারদের উচ্ছেদের নোটিশ দেয় ডিএসপি কর্তৃপক্ষ ৷ তার বিরুদ্ধেই এই বিক্ষোভ হয়েছে ৷

ডিএসপি-র সম্প্রসারণের জন্য উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে দুর্গাপুরে বিক্ষোভ

দুর্গাপুর, 28 জুলাই: রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে উত্তপ্ত শিল্পশহর দুর্গাপুর ৷ শুক্রবার ডিএসপি-র নগর প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মানুষ ৷ হুঁশিয়ারি দিলেন প্রয়োজনে রক্তের বিনিময়ে তাঁরা রুখবেন ডিএসপি-র উচ্ছেদ অভিযান ৷ এই নিয়ে ডিএসপি-র কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে জানা গিয়েছে যে বেআইনিভাবে যাঁরা ডিএসপি-র জমি দখল করে রেখেছেন, তাঁদেরই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ৷ কারখানা সম্প্রসারণের জন্য ওই জমি ব্যবহার করা হবে ৷

দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদের নোটিশ: 1959 সালে তৈরি হয় দুর্গাপুর ইস্পাত কারখানা ৷ পশ্চিমবঙ্গে যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, সেই সময় জমি অধিগ্রহণ হয় কারখানা গড়ার জন্য ৷ কিন্তু পুরো জমিতে কারখানা তৈরি হয়নি ৷ ফলে অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়েছিল ৷ গত পাঁচ-ছয় দশকে সেই জমিতেই ক্রমশ বসতি গড়ে উঠে ৷ বেআইনিভাবেই দখল করেই তামলা বস্তি, ভিড়িঙ্গি চাষিপাড়া, ফরিদপুর, পলাশডিহা-সহ বেশ কিছু এলাকায় মানুষ থাকতে শুরু করেন ৷

Agitation in Durgapur
ডিএসপি-র সম্প্রসারণের জন্য উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে দুর্গাপুরে বিক্ষোভ

এবার ওই জমিতেই কারখানার সম্প্রসারণ করতে চাইছে ডিএসপি কর্তৃপক্ষ ৷ তাই সংশ্লিষ্ট এলাকায় বেআইনিভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে ৷ তার জেরেই ক্ষোভ ছড়িয়েছে ওই এলাকায় ৷ সেখানকার ক্ষুব্ধ বাসিন্দারা শুক্রবার বিক্ষোভ দেখান দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসন ভবনের সামনে ৷

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণের কাজ কি থমকে যাবে জমি জটে ?

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি: বিক্ষোভকারীরা এ দিন প্রশ্ন তুলেছেন, এত বছর পর কেন উচ্ছেদের নোটিশ দেওয়া হল ? পাশাপাশি তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, "প্রয়োজনে আমরা রক্ত দেব, কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে একটি বাড়িও ভাঙতে দেব না ।"

এই বিক্ষোভকারীদের মধ্যেই ছিলেন দেবেন্দ্র মণ্ডল ৷ তাঁর আদিবাড়ি ঝাড়খণ্ডে ৷ এখন ফরিদপুরে বেআইনিভাবে দখল করা জমিতে থাকেন ৷ তিনি বলেন, "দুর্গাপুর ইস্পাত কারখানা যখন গড়ে উঠছিল, তখন আমার বাবা এখানে এসেছিলেন । আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার জন্ম লগ্ন থেকে কাজ করেছি । ভিন রাজ্যে ঘরবাড়ি ছেড়ে আমরা এখানে এসে বসতি করে তুলেছি । আজ 60 বছর পর দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে তুলে দিতে চাইছে । আমরা এখানেই মরবো, তবু আমাদের ঘর ভাঙতে দেব না ।"

কারখানার জন্য জমিদাতাদের প্রশ্ন: পাঁচ-ছয় দশক আগে কারখানা গড়ে ওঠার সময় অনেকেই স্বেচ্ছায় জমি দিয়েছিলেন ৷ তাঁদের অনেকে এখন বলছেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকদের বদান্যতায় জমি দখল হয়েছে ৷ এতদিন ডিএসপি কর্তৃপক্ষ ঘুমাচ্ছিলেন কেন ? এই নিয়ে তাঁরা আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ৷

Agitation in Durgapur
ডিএসপি-র সম্প্রসারণের জন্য উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে দুর্গাপুরে বিক্ষোভ

তাঁদের আরও বক্তব্য, তাঁরা শিল্পের জন্য যে জমি দিয়েছিলেন, সেই জমিতে কীভাবে বসতি গড়ে উঠল ? সেই জমি যখন ডিএসপি শিল্পের জন্য ব্যবহার করতে পারেননি, তাহলে কেন জমি ফেরত দেওয়া হল না মালিকদের ? লিজে নেওয়া জমি কীভাবে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ অন্যদেরকে লিজ দিতে পারেন ?

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় আসেন দ্বিতীয় এলিজাবেথ, স্মৃতি তাজা রানি হাউসের

ইস্পাত নগরীর ভিতরে জমি দখলের অভিযোগ: দুর্গাপুর ইস্পাত নগরীর ভিতরে এ-জোন, বি-জোন, সি-জোন এলাকায় দিনের পর দিন বসতি গড়ে উঠেছে বলে অভিযোগ ৷ আরও অভিযোগ, সেখানে বেআইনি বাজারও তৈরি হয়েছে ৷ দুর্গাপুর নগর প্রশাসন ভবনের নাকের ডগায় জমি প্রতিদিন বেআইনি দখলদারদের হাতে চলে গেল, কেউ কিছু কেন জানতে পারল না ? কেন কোনও পদক্ষেপ করা হল না, সেই প্রশ্নও উঠেছে ৷

দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে যদিও বিষয়টি নিয়ে কোনও কিছুই এখনও বলা হয়নি । কিন্তু প্রশ্ন উঠছে, এই বিক্ষোভের শেষ কোথায় হবে ? আদৌ কি ডিএসপি কারখানা সম্প্রসারণ করতে পারবে ? বিশেষ করে দুর্গাপুর পৌরনিগমে নির্বাচন আসন্ন ৷ তাছাড়া 2024 সালে লোকসভা নির্বাচন রয়েছে । তার আগে এই ইস্যুকে হাতিয়ার করে সব রাজনৈতিক দল চাইছে ফায়দা তুলতে । ফলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেই দিকেই তাকিয়ে সকলে ৷

Last Updated :Jul 28, 2023, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.