ETV Bharat / state

Trailer Hit A Student: বালিবোঝাই ট্রেলরের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী, রানিগঞ্জে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Mar 11, 2022, 1:43 PM IST

Trailer Hit A Student
বালি বোঝাই ট্রলারের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী

বালিবোঝাই ট্রেলারের ধাক্কায় গুরুতর আহত এক কলেজ ছাত্রী । রানিগঞ্জের সাহেবগঞ্জ এলাকার 60 নম্বর জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনাটি । ঘাতক ট্রেলারটিকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের (Trailer Hit A Student)।

রানিগঞ্জ, 11 মার্চ: বাড়ি থেকে কলেজ যাওয়ার সময় বালিবোঝাই ট্রেলারের ধাক্কায় গুরুতর আহত কলেজ ছাত্রী । আজ সকালে স্থানীয় সাহেবগঞ্জ এলাকার 60 নম্বর জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনাটি । গুরুতর আহত অবস্থায় স্থানীয় রানিগঞ্জ মারোয়াড়ি রিলিফ সোসাইটিতে চিকিৎসাধীন ওই ছাত্রী (College Student Was Seriously Injure )।

সূত্রের খবর, শুক্রবার সকালে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন 2 ছাত্রী । সেই সময়ে দ্রুত গতিতে আসা বালিবোঝাই একটি ট্রেলার ধাক্কা মারে একজনকে । গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে স্থনীয়রা উদ্ধার করে রানিগঞ্জ মারোয়াড়ি রিলিফ সোসাইটিতে নিয়ে যান । খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রানিগঞ্জ থানার পুলিশ । বালিবোঝাই ঘাতক ট্রেলারটি ইতিমধ্যেই আটক করেছে রানিগঞ্জ থানার পুলিশ ।

আরও পড়ুন: Kharagpur Pickup van Accident : পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন বালকের, গুরুতর আহত এক

এদিকে দুর্ঘটনার পরেই ঘাতক লরিটিকে আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান বিধান মণ্ডল পৌঁছালে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, দামোদর নদী থেকে বালিবোঝাই ট্রেলার প্রত্যেকদিন 60 নম্বর জাতীয় সড়কের সাহেবগঞ্জ দ্রুত গতিতে যাতায়াত করছে । ফলে সমস্যা পড়েছেন স্থানীয় বাসিন্দারা । প্রশাসনকে জানালেও কিছু পদক্ষেপ গ্রহণ করেনি । ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকেই চলছে পথ অবরোধ । ঘটনার তদন্তে নেমেছে রানিগঞ্জ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.