ETV Bharat / state

জরিমানা পুরোপুরি মুকুব, তবুও কর না দিয়ে 40 হাজার গাড়ি চলাচল আসানসোলে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 6:51 AM IST

Tax Fail Cars in Asansol: গাড়ির জরিমানা পুরোপুরি মুকুব করেছে রাজ্য সরকার ৷ দিতে হলে শুধু কর ৷ তবুও কর না দিয়ে 40 হাজার গাড়ি চলাচল করছে আসানসোলে ৷

Tax Fail Cars
গাড়ির কর

গাড়ির কর না দেওয়ায় ধরপাকড় আসানসোলে

আসানসোল, 15 জানুয়ারি: গাড়ির মালিকদের চমকপদ উপহার দিয়েছে পরিবহণ দফতর ৷ এখন বকেয়া গাড়ির কর দিলেই হবে ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে মুকুব করা হয়েছে গাড়ির জরিমানা ৷ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি গাড়ির মালিকরা বকেয়া কর জমা করেন তাহলে কোনও জরিমানা লাগবে না । কিন্তু এই দারুন সুযোগের পরও হেলদোল নেই মালিকপক্ষের ৷ তারপরেও আসানসোল শহরে 40 হাজারের বেশি গাড়ি বকেয়া কর না মিটিয়েই রাস্তায় চলাচল করছে । তাই এই সমস্ত গাড়িগুলির মালিকের কাছ থেকে কর আদায়ের জন্য এবার রাস্তায় নামল পরিবহণ দফতর ও ট্রাফিক বিভাগ একসঙ্গে । শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়ও ।

আসানসোল শহরের বিভিন্ন মোড়ে আচমকা অভিযান চালাচ্ছে পরিবহণ দফতর ও ট্রাফিক বিভাগ । তাতে যে সমস্ত গাড়ির চালকের সিট বেল্ট লাগাচ্ছেন না বা ট্রাফিক আইন মানছেন না, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনই যে সমস্ত গাড়ির কর বাকি রয়ে গিয়েছে অনেক দিন, অথচ কর জমা করেনি, সেই গাড়িগুলিকে ধরা হচ্ছে । তাদের অবিলম্বে কর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে । তবে শুধু কর নয়, পারমিট-সহ গাড়ির অনান্য কাগজপত্র যাদের নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ পাশাপাশি পারমিট করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে ।

আসানসোল পরিবহণ বিভাগের আরটিও মৃন্ময় মজুমদার বলেন, "সরকার এই মুহূর্তে কর জমা দেওয়ার ক্ষেত্রে জরিমানা ছাড়ে একটা বিরাট ঘোষণা করেছেন । যাদের 31 ডিসেম্বর 2023 পর্যন্ত কর ফেল রয়েছে তারা যদি কর দিতে চান, ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা কর দিলে তাদের কোনও জরিমানা দিতে হবে না । শুধু করের টাকাটুকু দিলেই হবে । অন্যদিকে পারমিটের ক্ষেত্রে যাদের পারমিট ফেল হয়েছে তারা জানুয়ারি মাসের মধ্যে টাকা জমা দিলে কোন জরিমানা লাগবে না । আর শুধুমাত্র পারমিটের ফিস লাগবে । ফেব্রুয়ারিতে জমা দিলে 80 শতাংশ জরিমানা মকুব করা হবে পারমিট ও করের ক্ষেত্রে । অর্থাৎ বিরাট বড় একটা সুযোগ রয়েছে যারা কর দিতে পারেনি তাদের জন্য ।"

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আসানসোলের রাস্তায় 40 হাজার গাড়ি ঘুরছে যারা কর দেয়নি । তাই শুধু অভিযান চালানোই নয়, যে সমস্ত গাড়ি মালিকদের কর বাকি রয়েছে তাদের বাড়িতে চিঠি পাঠিয়েও নোটিশ করা হবে এবং সরকারের এই সুবিধার কথা জানানো হবে । যাতে তারা অবিলম্বে কর জমা দেয় ।

আরও পড়ুন:

  1. সাড়ে আট লক্ষ গাড়ির 2600 কোটি টাকা জরিমানা মুকুব, মানতে হবে এই শর্ত
  2. গাড়ি জরিমানায় কয়েক হাজার কোটি টাকা মুকুবের সিদ্ধান্ত পরিবহণ দফতরের
  3. বর্ষশেষে মদ খেয়ে গাড়ি চালালেই বিপদ, দিতে হবে 10 হাজারি জরিমানা; কোথায় এমন নিয়ম?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.