ETV Bharat / state

Coal Scam Case: কয়লাকাণ্ডে ধৃত সিআইএসএফ ইন্সপেক্টর ও প্রাক্তন ইসিএল আধিকারিকের 4 দিনের সিবিআই হেফাজত

author img

By

Published : May 12, 2023, 2:13 PM IST

ETV Bharat
ধৃত সিআইএসএফ ইন্সপেক্টর ও প্রাক্তন ইসিএল আধিকারিক

৪ দিনের সিবিআইয়ের হেফাজতে বেআইনি কয়লাকাণ্ডে ধৃত সিআইএসএফের ইন্সপেক্টর আনন্দ কুমার সিং এবং ইসিএলের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ডিরেক্টর অপারেশন সুনীল কুমার ঝা ৷

আসানসোল, 12 মে: কয়লা পাচারের ঘটনায় বৃহস্পতিবার সিবিআই গ্রেফতার করেছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সিআইএসএফের ইন্সপেক্টর আনন্দ কুমার সিং এবং ইসিএলের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ডিরেক্টর অপারেশন সুনীল কুমার ঝা-কে । শুক্রবার তাঁদের সিবিআই আদালতে তোলা হলে বিচারক 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ৷

দু'জনের বিরুদ্ধেই অভিযোগ কয়লাকাণ্ডের কিং পিন অনুপ মাজির কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে ইসিএলের খনি থেকে কয়লা চুরিতে মদত দিতেন । এর আগে বেআইনি কয়লা মামলায় ইসিএলের 8 জন বর্তমান ও প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিভিন্ন সাংকেতিক ভাষায় কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালার সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ এবং ইসিএলের খনি থেকে কয়লা চুরি ও পাচারে মদত দেওয়ার কথা কোর্টে জানিয়েছিল সিবিআই । বর্তমানে অবশ্য ওই আটজন প্রাক্তন এবং বর্তমান ইসিএল আধিকারিক উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত রয়েছেন ।

কিন্তু সেই সময়কালের শুনানিতে বারবার আইনজীবীরা প্রশ্ন তুলেছেন ইসিএলের কয়লার নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সিআইএসএফ । যদি কয়লা চুরি হয় তাহলে কোনও সিআইএসএফ আধিকারিককে কেন গ্রেফতার করা হচ্ছে না ? শেষ পর্যন্ত এই প্রথমবার ইসিএলের দায়িত্বে থাকা এক সিআইএসএফ আধিকারিককে গ্রেফতার করল সিবিআই । ধৃত সিআইএসএফ আধিকারিক আনন্দ সিং ইসিএলের শীতলপুর হেডকোয়ার্টারে ইন্সপেক্টর পদে আসীন ছিলেন । একসময় বিভিন্ন খনির নিরাপত্তার বিষয়টি তিনি দেখতেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনুপ মাজির কাছে মোটা অঙ্কের টাকা লেনদেন করে কয়লা চুরিতে সরাসরি মদত দিয়েছিলেন আনন্দ সিং । পরবর্তীকালে অবশ্য তাকে ফরাক্কায় বদলি করে দেওয়া হয় । বৃহস্পতিবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল আনন্দ সিংকে । সঠিক উত্তর না পাওয়ায় এবং তদন্ত সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে ।

অন্যদিকে, 2018 সালে ইসিএলের ডিরেক্টর অপারেশন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে যোগ দিয়েছিলেন সুনীল কুমার ঝা । তাঁর বিরুদ্ধেও অভিযোগ লালার কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে ইসিএলের খনি থেকে কয়লা চুরি করতে মদত দিয়েছিলেন তিনি । বৃহস্পতিবার তাঁকেও গ্রেফতার করে সিবিআই । শুক্রবার এই দু'জনকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয় । সিবিআই এই দু'জনকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় । সেই কারণে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল । আর সেই আবেদন মঞ্জুর করে বিচারক ধৃত দু'জনকে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ৷ সিবিআই মনে করছে, এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক কর্তা ব্যক্তি কিংবা সিআইএসএফ আধিকারিকদের নাম বেরিয়ে আসতে পারে ।

আরও পড়ুন : ইটভাটার আড়ালে রমরমিয়ে কয়লার অবৈধ কারবার শিল্পাঞ্চলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.