ETV Bharat / state

Manik at G20 Conclave Exhibition: ত্রিপুরা বাঁশ থেকে তৈরি করবে গ্রিন হাইড্রোজেন, জি20 কনক্লেভের অনুষ্ঠানে জানালেন মানিক

author img

By

Published : Apr 3, 2023, 6:12 PM IST

Manik Saha ETV Bharat
মানিক সাহা

ত্রিপুরা বাঁশ থেকে গ্রিন হাইড্রোজেন তৈরি করতে চলেছে ৷ জি20 কনক্লেভে প্রদর্শনীর উদ্বোধন করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷

আগরতলা, 3 এপ্রিল: ত্রিপুরায় বাঁশ ব্যবহার করে 'গ্রিন হাইড্রোজেন' উৎপাদনের কথা ভাবছে সে রাজ্যের সরকার । সোমবার এ কথা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ আগরতলার হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে জি20 কনক্লেভের একটি প্রদর্শনী উদ্বোধন করার পর এ কথা বলেন তিনি ৷

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সাহায্য চাইবে ৷ কেন্দ্র ইতিমধ্যেই সবুজ হাইড্রোজেন শক্তি উৎপাদনে 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে ।

মানিক সাহা বলেন, "আমরা বাঁশের উপর একটি সভা করেছি এবং বাঁশ শিল্পের উপর জোর দিয়েছি । বাঁশের উপর ভিত্তি করে আমরা অনেক কিছু করতে পারি । এই কনক্লেভের উদ্দেশ্য হল উদ্ভাবনী সমাধানগুলি অন্বেষণ করা যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাহায্য করতে পারে এবং স্বচ্ছ শক্তির উত্সগুলিতে সহায়তা করতে পারে । আমরা ইতিমধ্যেই সৌর, বায়োমাসের মতো পুনর্ব্যবহারযোগ্য শক্তি নিয়ে কাজ করছি । আমরা বাঁশ থেকে এই শক্তির জন্য ‘গ্রিন হাইড্রোজেন’ তৈরিতেও কাজ করছি । এই কনক্লেভে আমরা বাঁশ থেকে ‘গ্রিন হাইড্রোজেন’ উৎপাদনের উপর জোর দিচ্ছি । আমাদের দেশের বেশ কয়েকজন বিজ্ঞানী এবং জি20 কনক্লেভের সময় বিদেশি প্রতিনিধিরা পরামর্শ দিয়েছেন যে, আমাদের সবুজ হাইড্রোজেনের উপর আরও জোর দেওয়া উচিত ৷"

তিনি আরও বলেন যে, বায়ু শক্তি উৎপাদন করা সম্ভব নয় এবং ত্রিপুরা সরকার সৌরশক্তির উপর কাজ করছে এবং ইতিমধ্যেই রাজ্য সরকার 107 মেগাওয়াট সৌরশক্তি তৈরি করছে । ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, ইতিমধ্যেই গ্রামে 18টি মাইক্রো গ্রিড স্টেশন স্থাপন করা হয়েছে । মোট 274টি মাইক্রো গ্রিড স্টেশন আগামী দিনে হবে । বায়োমাসের আওতায় প্রায় 2, 500 পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এখন মূল এজেন্ডা হল 'গ্রিন এনার্জি'। এখানে কনক্লেভগুলিতে যা আলোচনা করা হচ্ছে, তা সম্মিলিতভাবে স্থাপন করা হবে এবং পরে এলাকা-নির্দিষ্ট উপযুক্ত প্রকল্পগুলি শুরু করা হবে ৷

চিন, আর্জেন্টিনা, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, মরক্কো, তানজানিয়া এবং ইথিয়োপিয়া-সহ প্রায় 150 প্রতিনিধি দেশ ত্রিপুরায় জি20 সম্মেলনের কনক্লেভে অংশ নিচ্ছে । তারা ছাড়াও ভারতের অনেক বিজ্ঞানী সেখানে অংশ নিচ্ছেন এবং বিদেশ মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, নীতি আয়োগ, অর্থ মন্ত্রক, প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার অফিস এবং পরিচ্ছন্ন ও পুনর্নবীকরণ শক্তি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাও অংশগ্রহণ করছে এই কনক্লেভে ।

আরও পড়ুন: মানিকেই ভরসা বিজেপির, ফের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা. সাহা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.