ETV Bharat / state

Biplab Kumar Dev: বাবার বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যেই বিপ্লব দেবের বাড়িতে হামলার অভিযোগ

author img

By

Published : Jan 4, 2023, 10:06 AM IST

Updated : Jan 4, 2023, 10:37 AM IST

Biplab Kumar Dev ETV BHARAT
বিপ্লব কুমার দেবের পৈতৃক বাড়িতে হামলা

বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগ ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরে (Attack on Ancestral House of former Tripura CM Biplab Kumar Dev) ৷ জানা গিয়েছে, বিপ্লব দেবের বাড়িতে আসা কয়েকজন পুরোহিতের উপরেই হামলা চালানো হয়েছে ৷

আগরতলা, 4 জানুয়ারি: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের পৈতৃক বাড়িতে হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা (Attack on Ancestral House of former Tripura CM Biplab Kumar Dev) ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরে ৷ অভিযোগ উঠেছে হামলাকারীরা সেখানে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় ৷ এমনকী বাড়ির বাইরে রাখা পুরোহিতের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে ৷ জানা গিয়েছে এই হামলার ঘটনা তখন ঘটে, যখন কয়েকজন পুরোহিত উদয়পুরের জামজুড়ি এলাকার রাজনগরে বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে ছিলেন ৷

জানা গিয়েছে, ওই পুরোহিতরা বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে তাঁর বাবার বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে একটি যজ্ঞ করার জন্য গিয়েছিলেন ৷ সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী, দুষ্কৃতীরা সেখানে উপস্থিত পুরোহিতদের উপর হামলা চালায় এবং তাঁদের মারধরের পাশাপাশি গাড়িও ভাঙচুর করে ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ঘরে ৷ পুরোহিতদের উপর হামলার ঘটনা নজরে আসতেই স্থানীয়রা সেখানে ছুটে যায় এবং তাঁদের রক্ষা করেন ৷ তবে দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি । তারা সেখান থেকে পালিয়ে যায় । অভিযুক্তদের প্রথমে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেের পুলিশ ।

এই ঘটনায় আক্রান্ত কৌশিক নামে এক পুরোহিত বলেন, "আমি মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শন করতে এসেছিলাম ৷ এর পর আমি আমার গুরুদেবের নির্দেশে এখানে এসেছিলাম বুধবার অনুষ্ঠিত যজ্ঞের প্রস্তুতি দেখতে ৷ হঠাৎই একটা ভিড় আসে এবং আমাদের উপর হামলা চালায় ৷ তাঁরা আমার গাড়ি ভাঙচুর করেছে ৷ আমি চিৎকার করতেই ওরা পালিয়ে যায় ৷ ওরা সিপিএম ছাড়া আর কেউ নয় স্লোগান দিচ্ছিল ৷"

আরও পড়ুন: ভয় থেকেই রক্তদান শিবিরে আক্রমণ করছে বিজেপি, অভিযোগ সিপিএমের মানিকের

প্রাক্তন মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখা শুরু করেন ৷ এমনকী সিপিআইএম কর্মী সমর্থকদের দোকানেও ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উচ্চপদস্থ কর্তারা সেখানে পৌঁছায় ৷ উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আগামিকাল অর্থাৎ, 5 জানুয়ারি ত্রিপুরায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি, দক্ষিণ ত্রিপুরায় একটি সভাও করবেন তিনি ৷

আরও পড়ুন: 5 জানুয়ারি ত্রিপুরায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ

নির্বাচনী আবহে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনায়, সেরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ৷ প্রসঙ্গত, 2022 সালের মাঝামাঝি বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় ৷ তাঁর বদলে মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে ৷ অভিযোগ বিপ্লব দেবের প্রায় 4 বছরের শাসনকালের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না, ত্রিপুরার লোকজন ৷ যা নিয়ে ত্রিপুরা বিজেপির অন্দরেও ক্ষোভ বাড়ছিল ৷ সেই কারণেই অমিত শাহ সঙ্গে সাক্ষাতের পরেই নিজের ইস্তফাপত্র জমা দিয়েছিলেন বিপ্লব দেব ৷

Last Updated :Jan 4, 2023, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.