ETV Bharat / state

জুয়ার ঠেকে খুন যুবক, নাম জড়াল বিধায়কের

author img

By

Published : Jan 14, 2020, 3:31 PM IST

Updated : Jan 14, 2020, 9:06 PM IST

কয়েকজন দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় গনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ৷ গনাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতাল ভরতি করা হয় ৷ পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় । কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

youth killed at gambling den
জুয়ার ঠেকে খুন যুবক

শান্তিপুর, 14 জানুয়ারি : যুবককে ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা । নদিয়ার শান্তিপুর থানার 13 নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকার ঘটনা । মৃত যুবকের নাম শান্তনু মাহাত ওরফে গনা (33)‌।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা একটা নাগাদ নদিয়ার বড়বাজার লাগোয়া একটি জুয়ার ঠেকে দাঁড়িয়েছিল গনা । অভিযোগ, তখনই কয়েকজন দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় গনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ৷ খবর জানাজানি হতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা । তড়িঘড়ি গনাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতাল ভরতি করা হয় ৷ সেখান থেকে পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় শান্তিপুর থানার পুলিশ ।

জুয়ার ঠেকে খুন যুবক

পুলিশ সূত্রের খবর, গনার বিরুদ্ধে থানায় খুন ও ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে । শান্তিপুরের একাধিক জায়গায় জুয়ার ঠেক চালাত গনা । খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গনার পরিবারের তরফে অভিযোগ, শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের মদতে খুন করা হয়েছে গনাকে ৷ পরিবারের দাবি, শান্তিপুরের পৌরসভার প্রধান তথা তৃণমূল নেতা অজয় দে-এর ঘনিষ্ঠ হওয়ার কারণেই খুন করা হয়েছে তাকে৷

অন্যদিকে অরিন্দমবাবুর দাবি, শান্তিপুরে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ ৷ কোন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে তৃণমূল দলে রাখে না ৷ গনা এলাকায় একজন দুষ্কৃতী বলে পরিচিত ৷ তাই অনেকের সঙ্গে তার শত্রুতা থাকতে পারে ৷ সেই কারণেই সে খুন হয়েছে বলে দাবি করেন বিধায়ক ৷ অরিন্দমবাবু বলেন, "কোনও খুন সমর্থনযোগ্য নয় ৷ পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিক ৷ তবে এই খুনের পেছনে কোনও তৃণমূল কর্মী জড়িত নয় ৷"

Intro:দিনে দুপুরে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রে কুপিয়ে খুন তৃণমূল আশ্রিত সমাজবিরোধীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার 13 নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায়। মৃত যুবকের নাম গনা মাহাতো ‌। বয়স আনুমানিক 33। সূত্রের খবর, মঙ্গলবার আনুমানিক বেলা একটা নাগাদ বড়বাজার লাগোয়া একটি যুব ঠৈকে দাঁড়িয়ে ছিল গনা। অভিযোগ, তখনই কয়েক দল দুষ্কৃতী মুখ বাধা অবস্থায় গনা মাহাতোকে লক্ষ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। খবর জানাজানি হতেই স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি গনা মাহাতোকে গুরুতর আহত অবস্থায়প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও শক্তিনগর জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরেই উত্তপ্ত গোটা এলাকা।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে উপস্থিত শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, মৃত গনা মাহাতোর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এর পাশাপাশি শান্তিপুরের একাধিক জোয়ার ঠেক চালাতে বলে অভিযোগ গনা মাহাতো। এর পাশাপাশি গনা মাহাতোর বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগ ছিল বলে জানা যায়।Body:SANTIPUR MARDARConclusion:
Last Updated :Jan 14, 2020, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.