ETV Bharat / state

নদিয়ায় সৎ বাবার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ

author img

By

Published : Sep 21, 2020, 2:16 PM IST

সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ ৷ মায়ের মদতে 14 বছর ধরে শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ যুবতির ৷

young-girl-physically-harassed-by-stepfather-in-nadia
সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নদিয়ায়

ভীমপুর(নদিয়া), 21 সেপ্টেম্বর : যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে ৷ নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা ৷ গতকাল থানায় সৎ বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতি ৷ এরপরই সৎ বাবা ও মা পলাতক ৷

যুবতির অভিযোগ, সৎ বাবা 14 বছর ধরে তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে ৷ বাধা দিতে গেলে খুনের হুমকি দিত ৷ বিষয়টি মাকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ এবিষয়ে মায়েরও মদত রয়েছে ৷

অভিযোগ, শনিবার ঘরের দরজা জানালা বন্ধ করে যুবতির উপর হামলা করতে যায় তার বাবা ৷ সেই সময় যুবতি চিৎকার শুরু করে ৷ যুবতির চিৎকারে প্রতিবেশীরা সেখানে আসে ৷ তখন সব ঘটনা জানায় সে ৷

এরপর গতকালই ভীমপুর থানায় যায় যুবতি ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত সৎ বাবা ও যুবতির মা পলাতক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.