ETV Bharat / state

পছন্দ নয় প্রার্থী, শান্তিপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

author img

By

Published : Mar 19, 2021, 9:57 AM IST

local bjp workers are not happy with candidate in santipur constituency
local bjp workers are not happy with candidate in santipur constituency

বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে নদিয়া শান্তিপুর বিধানসভার প্রার্থী হিসেবে রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকারের নাম ঘোষণা করে । এরপরই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে । প্রার্থী পছন্দ না হওয়ার কারণে প্রকাশ্যে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন বিজেপি নেতা সুফল সরকার ।

শান্তিপুর, 19 মার্চ : বিধানসভা ভোটে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে দাঁড় করিয়েছে বিজেপি ৷ এই ঘোষণার পর থেকেই অসন্তুষ্ট এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ এতেই সামনে এল শান্তিপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ৷ প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন জেলা সম্পাদক সুফল সরকার ।

বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে নদিয়া শান্তিপুর বিধানসভার প্রার্থী হিসেবে রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকারের নাম ঘোষণা করে । এরপরই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে । প্রার্থী পছন্দ না হওয়ার কারণে প্রকাশ্যে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন বিজেপি নেতা সুফল সরকার । তিনি দীর্ঘদিন ধরে বিজেপির নদিয়া জেলা সম্পাদক ছিলেন । এর পাশাপাশি নদিয়া জেলার সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন । বিজেপির হয়ে শান্তিপুরে বিধানসভার প্রার্থীও হয়েছিলেন ।

আরও পড়ুন : তৃণমূলের হেভিওয়েটদের বিরুদ্ধে লড়বেন বিজেপির তারকারা

সুফল সরকার বলেন, "জগন্নাথ সরকার সাংসদ হওয়ার পর কখনও মানুষের সাহায্যে আসেননি । এর পাশাপাশি দলের সংগঠনের ক্ষেত্রেও বিভিন্ন দিক থেকে বাধা দিয়েছেন । তাই সাধারণ মানুষ এই প্রার্থীকে মেনে নিচ্ছে না । বিজেপির সাধারণ কর্মীদের আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.