ETV Bharat / state

Santipur Murder Attempt : সবেবরাতের অনুষ্ঠানে যাওয়ার পথে দুষ্কৃতী হামলা, গুরুতর জখম 2

author img

By

Published : Mar 20, 2022, 11:17 AM IST

শান্তিপুরে দুই ব্যক্তির উপর ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ (Two persons are stabbed by criminals in Santipur) ৷ সবেবরাতের অনুষ্ঠানে যাওয়ার পথে গতকাল রাতে এই হামলা হয় ৷ আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

Nadia Crime News
Two Person Are Stab by Miscreants in Shantipur

শান্তিপুর, 20 মার্চ : সবেবরাতের নিমন্ত্রণে গিয়ে দুষ্কৃতী হামলার শিকার দুই ব্যক্তি ৷ দুষ্কৃতীদের ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম ওই দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন (Two persons are stabbed by criminals in Santipur) ৷ শনিবার রাতে শান্তিপুরের তোপখানা পাড়ার ঘটনা ৷ এই ঘটনায় পুরনো কোনও শত্রুতার যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ৷ আশেপাশে বেশ কয়েকটি বেআইনি জুয়ার ঠেক রয়েছে ৷ সেই জুয়ার ঠেকের যোগও থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা ৷

পুলিশ সূত্রে খবর, শান্তিপুরের তোপখানা পাড়ার বাসিন্দা জাকির শেখ এবং আব্দুল বিশ্বাস এলাকারই একটি বাড়িতে সবেবরাতের নিমন্ত্রণে যান ৷ অভিযোগ নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে কিছু দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে ৷ রক্তাক্ত অবস্থায় জাকির এবং আব্দুল দু’জনে রাস্তায় লুটিয়ে পড়েন ৷ তাঁদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় ৷ এর পর স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে আব্দুল বিশ্বাসের অবস্থার অবনতি হলে, তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷

শনিবার রাতে সবেবরাতের অনুষ্ঠানে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে জখম হন জাকির এবং আব্দুল

আরও পড়ুন : Regent Park murder : 24 ঘণ্টার মধ্যে পুলিশের জালে রিজেন্ট পার্ক খুনে অভিযুক্ত

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এই হামলার পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান ৷ ব্যক্তিগত শত্রুতার দিকটি খতিয় দেখা হচ্ছে ৷ পাশাপাশি আশেপাশে চলা বেআইনি জুয়া ও মদের ঠেকের লোকজন এর সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ এর আগেও ওই এলাকায় এমন হামলা হয়েছে বলে অভিযোগ ৷ সে ক্ষেত্রে লুঠের চেষ্টার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.