ETV Bharat / state

Tapas Saha: ফোন নিয়ে গিয়েছে সিবিআই, 'যোগাযোগ' রাখতে নতুন মোবাইল কিনলেন বিধায়ক তাপস

author img

By

Published : Apr 22, 2023, 7:36 PM IST

ব্যবহারের দু'টি ফোনই বাজেয়াপ্ত করেছে সিবিআই । কিন্তু মোবাইল ছাড়া জীবন অচল । ফলে যোগাযোগ রাখতে নতুন মোবাইল কিনলেন বিধায়ক তাপস সাহা ।

Tapas Saha
নতুন মোবাইল কিনলেন বিধায়ক তাপস

তেহট্ট, 22 এপ্রিল: পুকুরে ফোন ফেলে দিয়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । তা উদ্ধার করতে নাজেহাল হয়ে গিয়েছিল সিবিআই আধিকারিকরা । ফলে তাপস সাহার বাড়িতে গিয়ে আর কোনও ঝুঁকি নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । বিধায়কের ব্যবহার করা দু'টি মোবাইল ফোন নিয়ে গিয়েছে সিবিআই ।

কিন্তু তিনি জনপ্রতিনিধি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আধিকারিকদের স্ক্যানারে থাকলেও ব্যস্ততা বিন্দুমাত্র কমেনি । মুঠোফোন ছাড়া দিন কাটানো কার্যত অসম্ভব । ফলে এবার তড়িঘড়ি নতুন মোবাইল কিনলেন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত নদীয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা । যদিও আর স্মার্টফোন নয়, সকলের সঙ্গে যোগাযোগ রাখতে নতুন 'ছোট কি-প্যাড ফোন' কিনলেন জোড়াফুলের বিধায়ক ।

উল্লেখ্য, আদালতের নির্দেশে শুক্রবার তাপস সাহার বাড়িতে তদন্তে আসে সিবিআইয়ের প্রতিনিধি দল । প্রথমেই তাঁরা তাপস সাহার বাড়িতে এসে ঘরের মধ্যে প্রবেশ করে । এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ, তল্লাশি । তাপস সাহার বাড়ি-সহ তেহট্ট কলেজেও তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কলেজের ক্যাম্পাস রুম থেকে শুরু করে মহিলা হস্টেলও খতিয়ে দেখে গোয়েন্দারা ।

সারারাত তল্লাশি চালানোর পর সকালে বিধায়কের বাড়ি থেকে রওনা দেয় সিবিআই । তাপস সাহা যে দু'টি মোবাইল ফোন ব্যবহার করতেন, সেই দু'টি মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়ে নেয় সিবিআই । সঙ্গে কিছু কাগজপত্রও নিয়ে যায় তারা । এরপরই তল্লাশি শুরু হয় তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে । আজ দিনভর তল্লাশি চলে তাঁর বাড়িতে ।

অন্যদিকে, সিবিআই তাপস আর দু'টি ব্যবহারিক ফোন নিয়ে যাওয়ার কারণে কার্যত সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিধায়কের । এবার সেই কারণেই তড়িঘড়ি, দোকানে গিয়ে তিনি একটি ছোট মোবাইল ফোন কিনলেন । এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তাপস সাহা বলেন, "আমি কি করব ? আমার ব্যবহারিক দু'টো ফোন তো সিবিআই নিয়ে গিয়েছে । সেই কারণে আমি একটি ছোট নতুন মোবাইল কিনলাম ।"

আরও পডুন: তেহট্টে তাপস সাহা ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.