ETV Bharat / state

গঙ্গা ভাঙনে তলিয়ে গেল গ্রামের একমাত্র রাস্তা

author img

By

Published : Oct 5, 2020, 2:28 PM IST

গঙ্গা ভাঙনে তলিয়ে গেল গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা । দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

Aa
Aa

নদিয়া, 5 অক্টোবর: গঙ্গা ভাঙন অব্যাহত । ভাঙনে তলিয়ে গেল কয়েকশো পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা । চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

নদিয়া শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার তীরবর্তী চৌধুরি পাড়া গ্রামের যাতায়াতের একটি মাত্র রাস্তা রয়েছে । গতকালের ভাঙনে রাস্তার পুরো অংশই গঙ্গাবক্ষে তলিয়ে যায় । ওই রাস্তা ধরেই মূলত সকালে সবজি বিক্রি করেন এলাকার মানুষ । শুধুমাত্র সবজি বিক্রিই নয় নিত্য প্রয়োজনীয় জিনিস ওই রাস্তা দিয়ে তাঁদের আনতে যেতে হয় । কিন্তু রাস্তাটি গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের । তাঁদের দাবি অবিলম্বে রাস্তার মেরামত না করা হলে না খেতে পেয়ে মরতে হবে ।

এলাকার বাসিন্দা রামকৃষ্ণ মাহাত বলেন, "এর আগে বিঘা বিঘা চাষের জমি তলিয়ে গিয়েছে । গ্রামের একমাত্র যাতায়াতের একটিই রাস্তা । এর আগেও একাধিকবার আমরা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনকে জানিয়েছি । তারা সাময়িক ভাবে কাজ করে । সে কারণে আবার গঙ্গা ভাঙন শুরু হয় । গতকাল সামনের রাস্তাটা পুরোটাই গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে । আমরা চাইছি স্থায়ীভাবে প্রশাসনের পক্ষ থেকে গঙ্গা ভাঙন রোধ করার কোনও ব্যবস্থা করা হোক ।"

স্থানীয় পঞ্চায়েত সদস্য বীরেন মাহাত বলেন, "গ্রামবাসীদের বক্তব্য পুরোটাই সঠিক । কয়েকদিনের ভাঙনে পুরো রাস্তাটায় গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে । সমস্যায় পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা । আমরা ইতিমধ্যেই জেলা পরিষদসহ প্রশাসনকে জানিয়েছি । জেলা পরিষদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে অতি দ্রুত সেখানে স্থায়ী কাজ শুরু করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.