ETV Bharat / state

Bharati Ghosh: বাংলার পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ, প্রতিটি খুনে দায়ী কমিশন: ভারতী ঘোষ

author img

By

Published : Jul 3, 2023, 11:58 AM IST

Bharati Ghosh
Bharati Ghosh

নদিয়ার আসাননগর পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে একহাত নিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ৷ তাঁর দাবি, বাংলায় যত খুন হচ্ছে, তার প্রত্যেকটির জন্য দায়ী নির্বাচন কমিশন ৷

রাজ্য ও কমিশনকে একহাত নিলেন ভারতী ঘোষ

কৃষ্ণনগর, 3 জুলাই: বাংলার পরিস্থিতি বর্তমানে কাশ্মীরের থেকেও খারাপ । এখানে তৃণমূল নিজেরাই বোমা-গুলি-বারুদ তৈরি করছে । আর নিজেরাই খুন হচ্ছে । আর প্রতিটি খুনের জন্য দায়ী নির্বাচন কমিশনার । নদিয়ার আসাননগর পঞ্চায়েত এলাকার নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের শাসক দল ও নির্বাচন কমিশনকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ।

রবিবার তিনি বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি পথসভা করেন । সেই পথসভা থেকে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেন ভারতী ঘোষ ।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিশন পুরোপুরি শাসক দলের হয়ে কাজ করছে । যেখানে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কথা, সেখানে আদালত এবং বিজেপির তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনী আসছে ।

রাজ্যের প্রশাসনকে কটাক্ষ করে বিজেপি নেত্রী বলেন, পঞ্চায়েত নির্বাচনের মতো একটা ছোট নির্বাচনে যেভাবে রক্তাক্ত হচ্ছে মানুষ, খুন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভারতের সেরা রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলবে । আর পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজ্যে যে'কটা খুনের ঘটনা ঘটবে, তার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে ।

আরও পড়ুন: ভারতী কী ফুল এঁকেছেন বোঝেনি বাম নেতৃত্ব, 24 ঘণ্টার মধ্যেই মোছা হল দেওয়াল

উল্লেখ্য, তৃণমূল বিধায়ক নির্বাচনী প্রচারে গিয়ে দাবি করেন যে, তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে । সেই প্রসঙ্গে বিজেপি নেত্রী ভারতীয় ঘোষ বলেন, "লক্ষ্মীর ভান্ডার কোনও তৃণমূল নেতা নিজের টাকায় দিচ্ছে না । ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে না । এটা সাধারণ মানুষের টাকা ।"

অন্যদিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণ হিসেবে এ দিন পুলিশের তোলাবাজির বিরুদ্ধে আঙুল তুলেছেন ভারতী ঘোষ ৷ তিনি বলেন, জাতীয় সড়কের উপর পুলিশ ব্যারিকেড লাগিয়ে যেভাবে গাড়ি থেকে কাটমানি সংগ্রহ করে, সেই কারণেই হু হু করে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.