ETV Bharat / state

Safe Democracy Team at Hanskhali: হাঁসখালিতে মৃত নির্যাতিতার বাড়িতে সেফ ডেমোক্রেসির প্রতিনিধিদল

author img

By

Published : Apr 14, 2022, 4:25 PM IST

Safe Democracy Team at Hanskhali
মৃত নির্যাতিতার বাড়িতে সেফ ডেমোক্রেসির প্রতিনিধি দল

হাঁসখালিতে মৃত নির্যাতিতার বাড়ি এল সেফ ডেমোক্রেসির সাতজনের প্রতিনিধিদল (Safe Democracy Team in Hanskhali) । সদস্যরা কথা বললেন নির্যাতিতার পরিববারের সঙ্গে ৷ আশ্বাস দিলেন পাশে থাকার ৷

নদিয়া, 14 এপ্রিল: নদিয়ার হাঁসখালিতে মৃত নির্যাতিতার বাড়িতে এল সেফ ডেমোক্রেসির সাতজনের একটি প্রতিনিধিদল (Safe Democracy Team in Hanskhali)। বৃহস্পতিবার দুপুরে পৌঁছানোর পর তাঁরা কথা বলেন নির্যাতিতা নাবালিকার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। এবং যে কোনও পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেফ ডেমোক্রেসির অন্যতম প্রতিষ্ঠাতা দীপালি ভট্টাচার্য বর্তমানে এই রাজ্যে মধ্যযুগীয় অপশাসন চলছে বলে কড়া ভাষায় তৃণমূল শাসিত রাজ্য সরকারকে আক্রমণ করেন । এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এদিকে মৃত নাবালিকার শেষক্রিয়া-কর্মের জন্য স্থানীয় ক্ষৌরকার ও পুরোহিতদেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। ফলে মৃতার শেষ কাজ করতে তার পরিবারকে সহযোগিতা করছেন না কেউ, এমন অভিযোগ করেন দীপালিদেবী ৷

আরও পড়ুন : CBI Probe into Hanskhali Gang Rape : গণধর্ষণ-কাণ্ডের তদন্তে হাঁসখালি রওনা আরও এক সিবিআই প্রতিনিধিদলের

এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতা কি অন্তঃসত্ত্বা ছিলেন বলে প্রশ্ন তোলেন । এই প্রসঙ্গে তিনি বলেন, "একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলার অধিকার কি আছে যুবসমাজের ? তবে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে এই ভাষা প্রয়োগ করতে পারেন, যা ভীষণভাবে অগণতান্ত্রিক ও অমানবিক।"

আইনত ভাবে যে কোনও পরিস্থিতিতেই তাঁরা নির্যাতিতার পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন দীপালিদেবী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.