ETV Bharat / state

Ganges Erosion : গঙ্গা ভাঙন অব্যাহত নদিয়ার শান্তিপুরে, আতঙ্কে জেলাবাসী

author img

By

Published : Aug 6, 2021, 4:49 PM IST

শান্তিপুরের চরসাগর এলাকায় ক্রমশই প্রবল হচ্ছে গঙ্গা নদীর ভাঙন ৷ ইতিমধ্যেই বহু বাসিন্দা বাড়িঘর ভেঙে নিয়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন ৷ এই অবস্থায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷

শান্তিপুরে গঙ্গা ভাঙন
শান্তিপুরে গঙ্গা ভাঙন

শান্তিপুর, 6 অগস্ট : বর্ষার কারণে একদিকে গঙ্গায় বেড়েছে জল ৷ নদী ভাঙনের জেরে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে তীরবর্তী একাধিক এলাকা । ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা । ফের নদীতে জলের পরিমাণ এবং গতিবেগ বৃদ্ধি পাওয়ায় ভাঙনের কবলে পড়ল নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকা ।

এই এলাকায় গঙ্গা ভাঙন নতুন নয় ৷ প্রতি বছরই বর্ষায় ভাঙনের তীব্রতা বেড়ে যায় । বিঘার বিঘা চাষের জমি তলিয়ে যায় নদীগর্ভে ৷ এভাবে শুধু চাষের জমিই নয়, একাধিক পরিবারের বসতবাড়িটুকুও গ্রাস করে নেয় গঙ্গা ।

আরও পড়ুন : গঙ্গা ভাঙন রুখতে নিষ্ক্রিয় প্রশাসন, জাতীয় সড়ক অবরোধ শান্তিপুরে

এলাকাবাসীর দাবি, প্রতি বছর একই সমস্যায় পড়তে হয় তাঁদের । প্রশাসন বা জনপ্রতিনিধি কেউ-ই খোঁজ নেন না তাঁদের । শুধু সেচ দফতর এবং প্রশাসনের তরফ থেকে কাজের আশ্বাস পাওয়া যায় । কিন্তু কাজের কাজ তেমন কিছুই খুব হয়ে ওঠে না ৷ খুব বেশি হলে বালির বস্তা দিয়ে বাঁধ মেরামত কাজ করা হয় । কিন্তু তাও ভাঙনে তলিয়ে যায় । প্রশাসনিক পদক্ষেপের দাবিতে দিন পনেরো আগে বিক্ষোভ দেখিয়েছেন এই এলাকার মানুষ ৷ একাধিকবার জানিয়েও লাভ না হওয়ায় শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা ৷ প্রায় 30 মিনিট ধরে বিক্ষোভ চলে ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসী । তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব প্রশাসন উদ্যোগ নিয়ে পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙন রোধের ব্যবস্থা করুক । না হলে যেকোন মুহূর্তে রাতারাতি গ্রামসুদ্ধ গঙ্গায় তলিয়ে যেতে পারে ।

আরও পড়ুন : গঙ্গা ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, দুর্গতদের পুনর্বাসনের দাবিতে পথে বামেরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.