ETV Bharat / state

Panchayat Repolls 2023: শান্তিপুরে তৃণমূল ব্লক সভাপতির উপর প্রাণঘাতি হামলা, অভিযুক্ত সিপিএম প্রার্থী

author img

By

Published : Jul 10, 2023, 12:10 PM IST

তৃণমূল ব্লক সভাপতির উপর হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে ৷ ব্লকের একটি বুথের পুনর্নির্বাচন নিয়ে আলোচনার সময় তৃণমূল নেতা এবং তাঁর লোকজনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

Panchayat Repolls 2023 ETV BHARAT
Panchayat Repolls 2023

শান্তিপুরে তৃণমূল ব্লক সভাপতির উপর প্রাণঘাতি হামলার অভিযোগ

শান্তিপুর, 10 জুলাই: এতদিন শাসকদলের বিরুদ্ধে নির্বাচনের পর বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠত ৷ কিন্তু, নদিয়ার শান্তিপুর ভোট পরবর্তী হিংসার শিকার হলেন তৃণমূল ব্লক সভাপতি ৷ দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত ব্লক সভাপতি সুব্রত সরকার ৷ এই ঘটনায় আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙ্গায় ৷ এই ঘটনায় ওই গ্রাম সংসদের সিপিএম প্রার্থী গীতন শীল এবং তাঁর ভাইপো সুমন শীলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন সুব্রত সরকার ৷

শান্তিপুর ব্লকে আজ একটি বুথে পুনর্নির্বাচন রয়েছে ৷ সেই নিয়েই দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন আহত নেতা ৷ বাড়ির পাশেই একটি খোলা জায়গায় সেই বৈঠকটি হচ্ছিল ৷ অভিযোগ, সেই সময় একদল সশস্ত্র দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল ব্লক সভাপতি এবং তাঁর লোকজনের উপর চড়াও হয় ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে ৷ দুষ্কৃতীদের বাধা দিতে গেলে কয়েকজন তৃণমূল কর্মীও জখম হন ৷ অভিযোগ, এরপর লোহার রড দিয়েও সুব্রত সরকারকে বেধড়ক মারধর করা হয় ৷

চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে জমা হয়ে যায় ৷ সুব্রত সরকার এবং বাকিদের শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই সকলের চিকিৎসা চলছে ৷ তবে, শান্তিপুর ব্লকের তৃণমূল সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তাঁর মাথায় গভীর ক্ষত রয়েছে ৷ অন্যদিকে, পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় ৷ আহত বাকি তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ পুরো ঘটনায় স্থানীয় গ্রাম সংসদের প্রার্থী গীতন শীল এবং তাঁর ভাইপো সুমন শীলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছেন সুব্রত সরকার ৷

আরও পড়ুন: সোমবার ছ'শোরও বেশি বুথে পুনর্নির্বাচন, প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী: কমিশন

তাঁর দাবি, বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মোড়েই দলীয় কর্মীদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন ৷ সেই সময় গীতন এবং তাঁর ভাইপো-সহ আরও অনেকে লাঠি, ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় ৷ ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছাড়া বলে জানা গিয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ অন্যদিকে, এই ঘটনার পর নদিয়ায় তৃণমূলের জেলা নেতৃত্বের কাউকেই হাসপাতালে দেখা যায়নি ৷ যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.