ETV Bharat / state

স্বাস্থ্যসাথী কার্ডে মিলল না পরিষেবা

author img

By

Published : Jan 18, 2021, 7:07 PM IST

Updated : Oct 28, 2022, 1:15 PM IST

রানাঘাটের এক নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড দেখানোর পরও পরিষেবা দিতে অস্বীকার করা হয় ৷ জানানো হয় চিকিৎসা করাতে হলে নগদ টাকা দিতে হবে ৷

not getting sastha sathi card Service from an Eye Hospital of Ranaghat
not getting sastha sathi card Service from an Eye Hospital of Ranaghat

নদিয়া, 18 জানুয়ারি: ফের স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীর চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ৷ নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্যসাথীর সঙ্গে তারা যুক্ত হলেও জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট নির্দেশ পাওয়ার পরই তারা পরিষেবা দেবে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার এক চক্ষু নার্সিংহোমে ।

রানাঘাটের বাসিন্দা পুষ্পা আইচ । তাঁর স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে । বেশ কিছুদিন হল তিনি চোখের অসুখে ভুগছেন ৷ অপারেশনের প্রয়োজন জানিয়েছেন চিকিৎসক ৷ সেই মতো কার্ড সঙ্গে নিয়ে চোখ অপারেশনের জন্য স্বামীকে নিয়ে রানাঘাটেরই ওই নার্সিংহোমে আসেন । অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড দেখানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কার্ডে এখন কোনও পরিষেবা মিলবে না । চিকিৎসা করাতে হলে নগদ টাকা দিতে হবে ৷

আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর সুবিধা না দিলে লাইসেন্স বাতিলের সুপারিশ করবে কমিশন

পুষ্পা আইচের স্বামী তারক অভিযোগ বলেন, "আমরা নিম্নবিত্ত মানুষ ৷ এত টাকা কোথায় পাব । তাছাড়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন ৷ ঘোষণা করেছেন, বিনামূল্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে মিলবে পরিষেবা ৷ সেখানে কী করে আমাদের ফিরিয়ে দেওয়া হয় ৷"

এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা জানায়, স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট নির্দেশিকা পাওয়ার পরই পরিষেবা দেওয়া হবে ৷ আপাতত পরিষেবা পাওয়া যাবে না ৷

নার্সিংহোমের তরফে সৈকত বিশ্বাস বলেন, "জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে । আমরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত হলেও এখন পরিষেবা অ্যাকটিভ করা হয়নি নার্সিংহোমে ৷ যতদিন না দপ্তর থেকে পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন পরিষেবা দিতে পারব না ।"

Last Updated : Oct 28, 2022, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.