ETV Bharat / state

Shantipur Murder: যৌনাঙ্গে একাধিক সেফটিপিন, উদ্ধার ব্যক্তির দেহ ! বিকৃত যৌন লালসাই কি খুনের কারণ ?

author img

By

Published : Apr 15, 2023, 5:47 PM IST

Etv Bharat
যৌনাঙ্গে একাধিক সেফটিপিন, উদ্ধার এক ব্যক্তির দেহ

যৌনাঙ্গে একাধিক সেফটিপিন আটাকনো অবস্থায় উদ্ধার এক ব্যক্তির দেহ । নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া এলাকা ঘটনা। স্ত্রী-র দাবি খুন করা হয়েছে স্বামীকে।

যৌনাঙ্গে একাধিক সেফটিপিন, উদ্ধার এক ব্যক্তির দেহ

শান্তিপুর, 15 এপ্রিল: অপ্রকৃতস্থ অবস্থায় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া এলাকায় । শুক্রবার সন্ধ্যাবেলায় যৌনাঙ্গে একাধিক সেফটিপিন আটকানো অবস্থায় উদ্ধার হয়েছে বছর 40-এর মলয় বসাকের পচাগলা দেহ । মৃতের স্ত্রীর দাবি, খুন করা হয়েছে স্বামীকে। তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা মলয় বসাক, পেশায় টোটো চালক ছিলেন। নিমতলার বাসিন্দা শিপ্রা বসাকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের একটি 10 বছরের পুত্র সন্তানও রয়েছে। বুধবার স্ত্রী শিপ্রা বসাক ও পুত্র সন্তান গিয়েছিলেন পাশের গ্রামে বাপের বাড়ি গাজন উৎসবে। শুক্রবার বিকেলে হঠাৎ ছেলে বাড়িতে আসে । এসে দেখে, মাটিতে পড়ে রয়েছেন তার বাবা। এই দেখে ছেলে ছুটে জানাতে যায় মাকে । স্ত্রী এসে দেখেন, বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন স্বামী । সেই সঙ্গে পচা দুর্গন্ধও বেরোচ্ছে । এরপরেই চিৎকার চেঁচামেচি করে এলাকাবাসীদের ডেকে আনেন স্ত্রী শিপ্রা। খবর পেয়ে পরিবারের আত্মীয়রাও ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশেও । শান্তিপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে। শনিবার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

আরও পড়ুন: চড়কের মেলায় গাছ ভেঙে আহত শিশু-সহ 4

মৃতের স্ত্রী জানিয়েছেন, যখন তিনি স্বামীকে পরে থাকতে দেখেছিলেন তখন পুরুষাঙ্গে একাধিক সেফটিপিন আটকানো ছিল । এই দেখেই তিনি অনুমান করেছেন, খুন করা হয়ছে তাঁর স্বামীকে। স্ত্রী শিপ্রা বসাক বলেন, "আমার ছেলে গিয়ে খবর দেওয়াতেই আমি ঘটনাস্থলে ছুটে । স্বামীর ওইরকম দৃশ্য দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে বাইরে চলে আসি।" তিনি অভিযোগ করে আরও বলেন, "আমার স্বামী প্রায়শই মোবাইল থেকে পর্ন ভিডিও ডাউনলোড করে দেখত । এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে দীর্ঘদিন অশান্তি হয়েছে। তবে আমি যখন থাকতাম তখন দেখত না।"

মৃত্যুর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ওঁর ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না। কোথাও টাকা পয়সা ধার-দেনার বিষয়ও ছিল না। কেন এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান মলয় বসাককে খুন করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.