ETV Bharat / state

Minor Girl Commits Suicide : ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, আত্মঘাতী নাবালিকা

author img

By

Published : Dec 30, 2021, 9:40 PM IST

জোর করে তুলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে এলাকার যুবক, অপমানে আত্মঘাতী নাবালিকা (Minor Girl Commits Suicide in nadia) ৷

Minor Girl Commits Suicide
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, আত্মঘাতী নাবালিকা

কৃষ্ণনগর, 30 ডিসেম্বর : প্রেমিক জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করায় অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক নাবালিকা (Minor Girl Commits Suicide in nadia) ৷ ঘটনা নদিয়ার ভীমপুর থানা এলাকার ৷ নাবালিকার নাম অনিতা বিশ্বাস ৷

নাবালিকার পরিবারের অভিযোগ, শুভ দাস নামে এলাকারই এক যুবক বেড়াতে যাওয়ার নাম করে জোর করে নিয়ে গিয়ে বিয়ে করে সিঁদুর পরিয়ে দেয় অনিতাকে ৷ কিন্তু ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে হওয়ায় সিঁদুর মুছে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে ওই নাবালিকা ৷ পরে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে ৷ অনিতার পরিবারের আরও অভিযোগ, নাবালিকার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল ওই যুবক ৷

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, আত্মঘাতী নাবালিকা

আরও পড়ুন : মালদায় রমরমিয়ে চলছে চটুল গান-স্বল্পবসনাদের নাচ

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ ৷ নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর-শক্তিনগর জেলা পুলিশ মর্গে পাঠানো হয় । নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ, এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.