ETV Bharat / state

Hanging Bodies Recovered in Nadia: নদিয়ায় একইদিনে নাবালিকা ও যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

author img

By

Published : Aug 7, 2023, 12:51 PM IST

Bodies Recovered in Nadia
দেহ উদ্ধার

নদিয়ার দুটি জায়গা থেকে একইদিনে উদ্ধার নাবালিকা ও যুবকের দেহ ৷ দু'জনেরই ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় ঘটনায় কোনও পারস্পরিক যোগ রয়েছে কি না, তার তদন্তে নেমেছে পুলিশ ৷ দেহ উদ্ধারের ঘটনায় পরিবারগুলিতে শোকের ছায়া নেমে এসেছে ৷

নদিয়ায় একইদিনে নাবালিকা ও যুবকের দেহ উদ্ধার

তেহট্ট(নদিয়া), 7 অগস্ট: পৃথক দুটি জায়গা থেকে এক যুবক এবং নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নদিয়ার তেহট্ট থানা এলাকায় । এটি আত্মহত্যা নাকি অন্যকিছু, তার তদন্তে নেমেছে পুলিশ । তবে দুটি দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে । মৃত নাবালিকার নাম মামনি মণ্ডল । বয়স আনুমানিক 14 বছর । সে তেহট্ট আসলামপুর এলাকার বাসিন্দা ৷ অন্যদিকে তেহট্ট থানার হরিপুর এলাকার যুবক উৎপল বিশ্বাসের দেহ উদ্ধার হয়েছে ৷ যার বয়স আনুমানিক 21 বছর ।

তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও পুলিশ বা পরিবারের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ৷ পরিবারের তরফে জানা গিয়েছে, অন্যান্যদিনের মতো শনিবার রাতে মামনি নিজের ঘরে পড়তে ঢোকে । এরপর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও সে ঘরের বাইরে বের হয় না ৷ তখনই পরিবারের লোকজনের সন্দেহ হয় । এরপরেই তারা ঘরের মধ্যে গিয়ে দেখে মামনি ঝুলন্ত অবস্থায় রয়েছে । অন্যদিকে প্রতিদিনের মতো উৎপলও নিজের ঘরে ঘুমোতে যান । ওই ঘরে একাই থাকতেন তিনি বলে খবর । সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে ডাকতে যায় । কিন্তু দীর্ঘক্ষণ দরজা ধাক্কা দিলেও তাঁর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি । এরপর পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছেন উৎপল । দুটি ঘটনাতেই পরিবারের তরফ থেকে পরবর্তীকালে তেহট্ট থানায় খবর দেওয়া হয় ।

আরও পড়ুন: ছাগল চরাতে গিয়ে নিঁখোজ নাবালিকা, কয়লার চুল্লি থেকে দগ্ধ দেহ উদ্ধার

খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ । প্রাথমিকভাবে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে । তবে ওই নাবালিকা এবং যুবকের একইদিনে মৃত্যুর ঘটনায় পারস্পরিক কোনও যোগ রয়েছে কি না এবং তার জেরেই এই ঘটনা কি না, তা এখনও স্পষ্ট নয় । পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত উৎপলের দাদা উজ্জ্বল বিশ্বাস বলেন, "প্রতিদিনের মত খাওয়া-দাওয়া করে ভাই ঘরে ঘুমাতে যায় ৷ কিন্তু সকালে অনেকটা দেরি হয়ে গেলেও না ওঠায় আমাদের সন্দেহ হয় । তারপরেই দেখা যায়, সে ঝুলন্ত অবস্থায় রয়েছে ।" তবে এমন ঘটনা কেন ঘটল, তা সম্পর্কে কিছুই বলতে পারছেন না তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.