ETV Bharat / state

চাপড়া সীমান্তবর্তী এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ জেলা পরিষদ সদস্যের

author img

By

Published : May 16, 2020, 11:18 PM IST

নদিয়া জেলার চাপড়া ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাটখোলা গ্রামে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত ৷ এখন রমজ়ান মাস চলছে । ওই এলাকার প্রায় 5,500 পরিবার পালন করছেন রোজ়া । তাঁদের কথা ভেবেই আজ তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক, নদিয়া জেলা পরিষদের সদস্য ও চাপড়া ব্লকের সভাপতি জেবের শেখ ফল বিতরণ করলেন ৷

Chapra
চাপরা

নদিয়া , 16 মে : নদিয়া জেলা চাপড়া ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাটখোলা গ্রাম । ভারতীয় নাগরিকত্ব থাকলেও কাঁটাতারের ওপারের বাসিন্দা । জলাশয় পেরোলেই বাংলাদেশ । নিয়মের মধ্যে চলাফেরা করতে হয় তাঁদের । তার উপর লকডাউন , রোজ়ার মাসে সমস্যায় সাধারণ মানুষ। সে কথা মাথায় রেখে ওইসব এলাকার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের সদস্য জেবের শেখ ।

ন্যূনতম সাধারণ যে কোনও প্রয়োজনীয় জিনিস কিনতে , বা দরকারে যেতে হলে দায়িত্বে থাকা BSF জওয়ানদের কাছে পরিচয় পত্র জমা রেখে দিয়ে যেতে হয় ওই এলাকার মানুষদের । সবক্ষেত্রে মেলে না বাইরে বেরোনোর অনুমতি । তাই সারা বছর বন্দী থাকা, তার উপর লকডাউনে কর্মহীন হওয়ায় আরও সমস্যা বেড়েছে । বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত ৷ এখন রমজ়ান মাস চলছে । ওই এলাকার প্রায় 5,500 পরিবার পালন করছেন রোজ়া । তাঁদের কথা ভেবে নদিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক, নদিয়া জেলা পরিষদের সদস্য ও চাপড়া ব্লকের সভাপতি জেবের শেখ আজ পৌঁছালেন ম্যাটাডোর ভরতি খেজুর, আপেল, আঙুর, কলা, পেয়ারা, শসা-সহ নানান ফলের সমাহার নিয়ে।

এর আগেও চাপরা ব্লকের 13 টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 35000 প্রান্তিক মানুষের মধ্যে চাল, ডাল, আলু , সোয়াবিন-সহ নানান খাদ্যদ্রব্য বিতরণ করেছেন তাঁরা ৷ এমনকী, এই ব্লকের গাঁটরা এবং চারাতলা দুটি অঞ্চলে কোরোনা পজ়িটিভ রোগীর খোঁজ মিলেছে। বিশেষ একটি হেল্পলাইন নম্বরের মাধ্যমে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্ব থাকা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে নিয়মিত পরিষেবা দিয়ে চলেছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.