ETV Bharat / state

LS Ethics Panel on Mahua Moitra: আজ এথিক্স কমিটির বৈঠকে খসড়া রিপোর্ট পেশ ! মহুয়ার বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 10:56 AM IST

Updated : Nov 9, 2023, 11:19 AM IST

Cash for query allegation: 'প্রশ্নের জন্য ঘুষ কাণ্ডে' এথিক্স কমিটির বৈঠক হবে আজ ৷ বৃহস্পতিবারই খসড়া রিপোর্ট গৃহীত হবে ৷ জানা যাবে, মহুয়ার বিরুদ্ধে কমিটি কী সিদ্ধান্ত নিচ্ছে ৷ কিন্তু তার আগে লোকসভার সাংসদ দিব্য ফুটবল খেলায় মেতে উঠলেন ৷

ETV Bharat
কৃষ্ণনগরে সাংসদ মহুয়া মৈত্র

নয়াদিল্লি, 9 নভেম্বর: লোকসভার এথিক্স কমিটির বৈঠকে 'ক্যাশ ফর কোয়েরি' কাণ্ডে খসড়া রিপোর্ট নিয়ে আজ বৈঠক ৷ বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে এই রিপোর্ট গৃহীত হবে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, এই রিপোর্টে তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে এথিক্স কমিটি ৷ এদিকে তার আগের রাতে কৃষ্ণনগরে জমিয়ে ফুটবল খেললেন লোকসভা সাংসদ ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, "কোনও ভয় নেই ৷ জমিয়ে ফুটবল খেলছি ৷ এটাই সবচেয়ে ভালো পারি ৷"

'ক্যাশ ফর কোয়েরি' কাণ্ডে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, মহুয়া লোকসভায় ব্য়বসায়ী দর্শন হিরানন্দানির হয়ে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করেছেন ৷ এর পরিবর্তে তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ থেকে শুরু করে একাধিক উপহার নিয়েছেন ৷

গত 2 নভেম্বর এই বিষয়ে এথিক্স কমিটির বৈঠক হয় ৷ মাঝপথেই ওয়াকআউট করে বেরিয়ে আসেন কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি এথিক্স কমিটির প্রধান বিনোদ কুমার সোনকারের বিরুদ্ধে কুৎসিত প্রশ্ন করার অভিযোগ তোলেন ৷ এদিন তাঁর সঙ্গে বিরোধী দলের সাংসদরাও ছিলেন ৷ এদিকে এথিক্স কমিটিও মহুয়ার বিরুদ্ধে ভব্যতার সব সীমা লঙ্ঘন করার অভিযোগ তুলেছিল ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷

এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, এথিক্স কমিটি অধ্যক্ষ ওম বিড়লাকে যে রিপোর্ট পাঠাবে, তাতে মহুয়া মৈত্রর বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করতে পারে ৷ সূত্রের খবর, মহুয়া ছাড়া অন্য বিরোধী দলের নেতাদের নামও উল্লেখ করতে পারে এথিক্স কমিটি ৷ বিরোধী নেতাদের মধ্যে বহুজন সমাজ পার্টির সদস্য দানিশ আলির নাম থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ৷ তিনি মহুয়ার পক্ষ সমর্থন করে সোনকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ বিনোদ কুমার সোনকার দানিশ আলি এবং জেডি(ইউ)-এর সাংসদ গিরিধারী যাবদের এই আচরণকে অনৈতিক বলে উল্লেখ করেছেন ৷

15 জন সদস্য নিয়ে এই এথিক্স কমিটি গঠিত ৷ এতে বিজেপির 7 জন সদস্য, কংগ্রেসের 3 জন, এবং বিএসপি, শিবসেনা, ওয়াইএসআরসিপি, সিপিআই(এম), জেডিইউ-এর একজন করে সদস্য রয়েছেন ৷ কমিটির বিরোধী নেতাদের সূত্রে খবর, এখনও পর্যন্ত খসড়া রিপোর্ট সদস্যদের কাছে পাঠানো হয়নি ৷ শেষমেশ কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন: 'রাতে কার সঙ্গে কথা', এথিক্স কমিটির নোংরা প্রশ্নে স্পিকারকে চিঠি ক্ষুব্ধ মহুয়া

Last Updated : Nov 9, 2023, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.