ETV Bharat / state

Cop Electrocuted: ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত কলকাতা পুলিশের কনস্টেবল

author img

By

Published : Feb 17, 2023, 2:29 PM IST

Updated : Feb 17, 2023, 4:31 PM IST

Cop Electrocuted ETV Bharat
মৃত কলকাতা পুলিশের কনস্টেবল

জামা ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) এক কনস্টেবলের (Cop Electrocuted)৷ নদিয়ার শান্তিপুরের ঘটনা ৷

মৃত কলকাতা পুলিশের কনস্টেবল

শান্তিপুর, 17 ফেব্রুয়ারি: জামা ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক পুলিশ কর্মীর (Cop Electrocuted)৷ 21 বছরের চাকরি জীবন পেরোতে না পেরোতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।

মৃত পুলিশকর্মীর নাম অভীক মিত্র (Kolkata Police)৷ বয়স আনুমানিক 49 বছর । বাড়ি নদিয়ার শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডের বাইগাছি ওস্তাগার পাড়া লেনে । পরিবার সূত্রে জানা যায়, অভীক মিত্র 2002 সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিযুক্ত হন ৷ পরিবারে তাঁর 14 বছরের যমজ দুই পুত্র সন্তান রয়েছে ৷ স্ত্রী মৌমিতা সংসার সামলানোর কাজেই ব্যস্ত থাকেন ।

গতকাল রাতে মৌমিতা এবং তাঁদের যমজ দুই সন্তান খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন । সেই সময় অভীক মিত্র জামা ইস্ত্রি করছিলেন । আজ সকাল সাড়ে আটটা নাগাদ মৌমিতা ঘুম থেকে উঠে দেখেন, স্বামী ঘরের ভেতরেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন । তিনি কান্নাকাটি শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ এরপর অভীককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: শহরে মহিলা সুরক্ষায় এবার কলকাতা পুলিশের 'হাতিয়ার' বাইক

স্বামীর মৃত্যুর খবর পেয়ে হতবাক হয়ে পড়েন অভীক মিত্রর স্ত্রী ৷ কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ৷ এলাকায় নেমে আসে শোকের ছায়া । মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে । মৌমিতা মিত্রর দাবি, খুবই সৌখিন মানুষ ছিলেন অভীক মিত্র ৷ মাঝেমধ্যেই রান্না করে খাওয়াতেন সন্তানদের । গান-বাজনা করতেও ভালবাসতেন তিনি ৷

পরিবারের সকলে ঘুমিয়ে পড়ার পরেও অধিক রাত পর্যন্ত তিনি গান করতেন বলে জানালেন মৌমিতা ৷ গতকাল রাতেও নাকি ইস্ত্রি করতে করতে গান গাইছিলেন তিনি । তবে কখন যে বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ঘটনা ঘটল তা টের পাননি বলে জানান মৌমিতা মিত্র ৷

Last Updated :Feb 17, 2023, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.