ETV Bharat / state

উদাসীন প্রশাসন, ভাঙন শুরু হতেই এলাকা ছাড়ছেন বাসিন্দারা

author img

By

Published : Jul 18, 2021, 9:52 PM IST

Updated : Jul 18, 2021, 9:59 PM IST

প্রতিবছর বর্ষায় নদীবক্ষে তলিয়ে যায় বাড়ি-ঘর ৷ সাজানো সংসার ছেড়ে চলে যেতে হয় অন্যত্র ৷ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সেচ দফতর ৷ লিখিত আবেদনেও সাড়া দেয়নি কেউই ৷ কিন্তু এভাবে আর কতদিন ?

উদাসীন প্রশাসন, ভাঙন শুরু হতেই এলাকা ছাড়ছেন বাসিন্দারা
ভাঙন

শান্তিপুর, 18 জুলাই : ফের গঙ্গা ভাঙন অব্যাহত ৷ বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যাচ্ছে নদীবক্ষে । আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকায় এমনই ঘটনা চোখে পড়ছে ।

শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকার বাসিন্দাদের কাছে অবশ্য এই ঘটনা নতুন নয় ৷ বর্ষা এলেই ভাঙনের তীব্রতা বেড়ে যায় ৷ এর আগেও একাধিকবার অনেক বিঘা জমি গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে । রবিবার সকালে সাতটা থেকে ভাঙন শুরু হতেই চোখের সামনে বিঘা পর বিঘা জমি গঙ্গার গ্রাসে চলে যায় । আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে একাধিক পরিবার অন্য জায়গায় চলে যাওয়ার পরিকল্পনা করেন ।

ভাঙন
এভাবেই গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে একের পর এক চাষের জমি

আরও পড়ুন : যুবকের রহস্যমৃত্যুতে উত্তপ্ত নদিয়া, পুলিশকে ঘিরে বিক্ষোভ

স্থানীয়দের অভিযোগ, গঙ্গা ভাঙন এই প্রথম নয় ৷ প্রতিবছর নিয়মিতভাবে ভাঙন চলতে থাকে । প্রশাসন-সহ জন প্রতিনিধি সকলকেই একাধিকবার গঙ্গার পাড় বাঁধানোর কথা বলেও কোনও সুরাহা হয়নি । শুধু তাই নয়, জেলাশাসক ও সেচ দফতরে লিখিত আবেদন জানানোর পরেও মেটেনি সমস্যা ৷ শুধুমাত্র বালির বস্তা দিয়ে গঙ্গার পাড় বাঁধানোর কাজ করে দায় সেরেছে সেচ দফতর । কিন্তু এদিনের ভাঙনে তাও নিমেষে গঙ্গাবক্ষে তলিয়ে যায় ।

উদাসীন প্রশাসন, ভাঙন শুরু হতেই এলাকা ছাড়ছেন বাসিন্দারা

গ্রামবাসীদের দাবি, এইভাবে চলতে থাকলে গোটা গ্রাম তলিয়ে যাবে । তাই তাঁরা চাইছেন, অবিলম্বে প্রশাসন এবং সেচ দফতর পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙন রোধ করার কোনও স্থায়ী ব্যবস্থা করুক ।

এই বিষয়ে শান্তিপুর ব্লকের বিডিও প্রণয় মুখোপাধ্যায় জানান, আগামিকাল থেকে এলাকায় কাজ শুরু হবে ৷

Last Updated : Jul 18, 2021, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.