ETV Bharat / state

Hanging Body Recovered: লিচু গাছ থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : May 7, 2023, 8:51 PM IST

old man hanging body recovered
লিচু গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

সাত সকালে লিচু গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বৃদ্ধের ৷ তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা ৷

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার

শান্তিপুর, 7 মে: তিনদিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে লিচু বাগান থেকে উদ্ধার হল বৃদ্ধের ঝুলন্ত দেহ ৷ ঘটনা নদিয়ার শান্তিপুরের ৷ এদিন সাতসকালে এই দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এটি খুন নাকি আত্মহত্যা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শিবশংকর চক্রবর্তী ৷ তাঁর বয়স আনুমানিক 60 বছর । বাড়ি শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বটতলায় । আজ সকালে শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন একটি লিচু বাগানে গাছের ডালে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী । এরপর খবর দেওয়া হয় পুলিশকে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

তবে প্রথমে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি ৷ পরবর্তীতে তাঁর নাম পরিচয় জানতে পারে পুলিশ ৷ এরপর খবর দেওয়া হয় বৃদ্ধের পরিবারে । সূত্রের খবর, শিবশংকর চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন ছিলেন ৷ গত বৃহস্পতিবার সকাল নাগাদ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান তিনি ৷ এরপর আর বাড়িতে ফেরেননি তিনি । পরিবারের তরফে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । এদিন দেহ উদ্ধারের কথা শুনে হতবাক হয়ে যায় ওই বৃদ্ধের পরিবার ৷ এলাকায় নেমে আসে শোকের ছায়া । তবে ওই ব্যক্তি নিজে থেকে আত্মঘাতী হয়েছেন, নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ । অন্যদিকে দেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে ।

এ বিষয়ে ওই লিচু বাগানের মালিক শান্তনু গুহ বলেন, "প্রতিদিনের মতো আমি আমার ভাইপো লিচু বাগানে কাজ করতে এসেছিলাম । ঘণ্টাখানেক কাজ করার পর আমার ভাইপোর নজরে পড়ে ওই দেহটি । এরপরই আমাকে এসে বিষয়টি বলে সে । তবে আমরা তখন মৃতের কাছে যাইনি ৷ তার আগেই এই এলাকারই প্রাক্তন কাউন্সিলরকে খবর দিই । আমার কয়েকজন আত্মীয়কে বিষয়টি জানাযই । খবর পেয়ে প্রাক্তন কাউন্সিলর-সহ আত্মীয়রাও ঘটনাস্থলে ছুটে আসেন । খবর জানাজানি হতে এলাকার মানুষও এখানে ভিড় জমায় । প্রাক্তন কাউন্সিলর নিজেই পুলিশকে খবর দেন ৷ পুলিশ এসে তারপর দেহটি উদ্ধার করে নিয়ে যায় । পরিচিত না হওয়ার কারণে প্রাথমিকভাবে ওই বৃদ্ধের নাম জানতে পারিনি ।" মৃতের ছেলে জানিয়েছেন তাঁর বাবা বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ৷

আরও পড়ুন: বিবাহিত পুরুষের সঙ্গে ভাগ্নির সম্পর্ক, সম্মানরক্ষার অজুহাতে 'খুন' মামার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.