ETV Bharat / state

বিজেপি করার কারণেই কি মারধর, শ্লীলতাহানি ?

author img

By

Published : Feb 12, 2021, 6:24 PM IST

বিজেপি কর্মীর পরিবারের এক মহিলাকে মারধর করে তাঁকে বিবস্ত্র করা হয়েছে বলে অভিযোগ উঠছে শান্তিপুরে ।

Shantipur news
ছবি

শান্তিপুর, 12 ফেব্রুয়ারি : বিজেপি করার কারণে অত্যাচারিত গ্রামের দুটি পৃথক পরিবার । অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামী দিকে । নদীয়ার শান্তিপুর ব্লকে বাবলা পঞ্চায়েত এলাকায় পৃথক দু'টি বিজেপি সমর্থিত পরিবারের উপর আক্রমণ হেনেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দ রাজোয়ার ও তার সহযোগী সঞ্জয় রাজোয়ার এবং হাবা রাজোয়ার । এমনই একটি অভিযোগ দায়ের করেছেন ওই এলাকারই এক মহিলা বাসিন্দা ।

অভিযোগ, তাঁকে কিল-চড়-ঘুষি মারার পাশাপাশি বিবস্ত্র করার চেষ্টাও করা হয়েছে । ওই এলাকারই এক বাসিন্দা জানিয়েছেন, তিনদিন ধরে গ্রামে নাম-যজ্ঞ চলছে । এরইমধ্যে একই পাড়ায় বাস করা পঞ্চায়েত সদস্য আনন্দ রাজোয়ারের স্ত্রী তাঁদের বাড়িতে ইটপাটকেল ছোঁড়ে প্রায়ই । তাঁর মাথার একটু সমস্যা থাকায়, কিছু বলা হয় না কোনদিনই । তবে এদিন মাত্রাতিরিক্ত গালিগালাজ করার কারণে, প্রতিবাদ করে বাড়ির মহিলারা । বাড়িতে আমাকে না পেয়ে আমার কাকার ছেলেকে রাস্তায় ধরে মারধর করে সঞ্জয় ও হাবা । ওদের রাগ আমরা বিজেপিকে সমর্থক করি ।

আরও পড়ুন : বিজেপির বুথ সভাপতির স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কর্মী

অন্যদিকে আনন্দ রাজোয়ার জানান, "ঘটনাটি সম্পূর্ণ ভাবে সাজানো হয়েছে । আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে । তা জানে সারা পাড়ার লোক । কারও সঙ্গে অশান্তি না হয়ে, ওই পরিবারের সঙ্গেই বা শুধু কেন ? সাধারণ ঘটনায় রাজনৈতিক রং লাগানো হচ্ছে ।"

বিধায়ক অরিন্দম ভট্টাচার্য আজ ওই দুই পরিবারের সঙ্গে দেখা করে, সমস্ত বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.