ETV Bharat / state

জগন্নাথ সরকারকে তলব CID-র , প্রতিহিংসায় নোটিস দেওয়ার অভিযোগ সাংসদের

author img

By

Published : May 30, 2020, 10:54 PM IST

সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় জগন্নাথ সরকারকে ডেকে পাঠাল CID ৷ তাঁকে একটি নোটিস পাঠানো হয় ৷ নোটিসে বলা হয় , আগামী 10 জুন ভবানী ভবনে সাংসদকে দেখা করতে হবে । অন্যদিকে , সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ , বর্তমানে যে লকডাউন পরিস্থিতি চলছে তার ভিতর CID-র এই নোটিস চক্রান্ত ছাড়া আর কিছুই নয় ।

CID summons Jagannath Sarkar , MP alleges of giving notice of revenge
g

রানাঘাট , 30 মে : রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে তলব করল CID । ভবানী ভবনে দেখা করার জন্য নোটিস সাংসদকে পাঠানো হয়েছে CID -র তরফে । অন্যদিকে , এটি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করলেন BJP সাংসদ জগন্নাথ সরকার ।

সূত্রের খবর , সাংসদ জগন্নাথ সরকারকে CID-র তরফ থেকে একটি নোটিস পাঠানো হয় । নোটিসে বলা হয় , আগামী 10 জুন ভবানী ভবনে সাংসদকে দেখা করতে হবে । কারণ হিসেবে ব্যাখ্যা করা হয় , হাঁসখালি বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনা । আগেও বিভিন্ন বিষয়ে তথ্য জানার জন্য জগন্নাথ সরকারকে একাধিকবার দেখে পাঠিয়েছিল CID ৷ যদিও সাংসদ জগন্নাথ সরকার সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় কোর্ট থেকে জামিন নিয়েছেন । অন্যদিকে , সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ , বর্তমানে যে লকডাউন পরিস্থিতি চলছে তার ভিতর CID-র এই নোটিস চক্রান্ত ছাড়া আর কিছুই নয় ।

জগন্নাথ সরকার বলেন , আমি যেহেতু সাধারণ মানুষের কাছে যাচ্ছি ৷ তাঁদের অভাব অভাব অভিযোগ শুনছি ৷ পাশাপাশি , সরকারের ছত্রছায়ায় থেকে রাজ্যের শাসক দলের কর্মীরা যেভাবে কাঠ চুরি করছে এবং চাল চুরি করছে তার প্রতিবাদ করছি ৷ ফলে রাজ্য সরকার প্রতিহিংসামূলকভাবে আমাকে যাতে আটকানো যায়, তার চক্রান্ত করছে । তবে এভাবে আমাকে আটকানো যাবে না। যেহেতু আমি একজন সাংসদ তাই সাধারণ মানুষের পাশে থাকার একটি দায়বদ্ধতা থেকেই যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.