ETV Bharat / state

CBI Interrogates Tapas Saha: তাপসের বাড়ির পুকুর পাড়ে উদ্ধার পোড়া নথি, ঘনাচ্ছে রহস্য

author img

By

Published : Apr 21, 2023, 11:01 PM IST

কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবারই তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে যায় সিবিআই ৷ তাঁর বাড়ি থেকে এদিন উদ্ধার হয়েছে পোড়া নথি ৷

ETV Bharat
তাপস সাহার বাড়ি থেকে উদ্ধার পোড়া নথি

তেহট্ট, 21 এপ্রিল: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শুক্রবারই নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়ি পৌঁছে গিয়েছে সিবিআই'য়ের তদন্তকারী দল ৷ এদিনই বিধায়কের বাড়ির পিছনের একটি পুকুর পাড়ে পোড়া অবস্থায় উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র । সিবিআই আধিকারিকরা এদিন ওই পোড়া নথিপত্রগুলি উদ্ধার করেছেন ৷ ওই নথি উদ্ধারের পরই প্রশ্ন উঠছে, বিধায়ক কি প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন?

উল্লেখ্য, তেহট্ট বিধানসভার তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকের অভিযোগ উঠেছে ৷ পুলিশ বিষয়টি নিয়ে তদন্তও শুরু করে ৷ কিন্তু সেই তদন্তে সন্তুষ্ট না হয়ে চলতি সপ্তাহেই সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ হাইকোর্টের নির্দেশের পর এদিন সিবিআই এর একটি প্রতিনিধি দল বিধায়ক তাপস সাহার বাড়িতে যায় ৷ শুরু হয় তল্লাশি ৷

বাড়িতে ঢুকে প্রথমেই বিধায়কের মোবাইল নিজেদের হেফাজতে নিয়ে নেয় সিবিআই । এরপর তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ শুরু করেন তাপস সাহাকে ৷ দীর্ঘক্ষণ থাকে জিজ্ঞাসাবাদের পর তিনি যে অফিসে বসে কাজ করতেন সেই অফিসের কর্মচারীকে ডেকে পাঠানো হয় । তাঁর কাছ থেকে একটি আলমারির চাবি সিবিআই আধিকারিকরা নিয়ে নেন । তারপর শুরু হয় বিভিন্ন নথিপত্র উদ্ধার কাজ ।

টানা প্রায় দু'ঘন্টা ওই ঘরের মধ্যে জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র পরীক্ষার পর বাইরে বেরিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । এরপর বিধায়ককে নিয়ে তাঁর দোতলার ঘরে যান তদন্তকারীরা ৷ উপরের ঘরেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলে তাঁর । এরইমাঝে তাপস সাহা একবার বাইরে আসেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি ৷ তদন্ত শেষ হলে তিনি তাঁর বক্তব্য জানাবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: 56 দিনের নব জোয়ারে অভিষেক, সূচি প্রকাশ দলের

অন্যদিকে, এদিন জিজ্ঞাসাবাদের সময় সিবিআই-এর প্রতিনিধিরা তাঁর বাড়ির ঘরের পিছনে গিয়ে তল্লাশি শুরু করেন । সেখানেই নতুন রহস্যের দানা বাদে । তাপসবাবুর ঘরের পিছনের পুকুরের পাশে দেখা যায় পোড়া ছাই পড়ে রয়েছে । তার পাশে পোড়া বিভিন্ন নথিপত্র রয়েছে । তৎক্ষণ ওই নথিপত্রগুলি উদ্ধার করে সিবিআই এর প্রতিনিধি দল । সেখানেই প্রশ্ন উঠছে, ওই পোড়া নথিগুলি কি আসলে দুর্নীতি ঢাকার প্রচেষ্টা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.