ETV Bharat / state

করিমপুর সীমান্তে প্রায় 15 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 7:41 PM IST

BSF Recovers Gold Biscuits at Karimpur Border: নদিয়ার করিমপুর সীমান্তে বিএসএফ-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা প্রায় 15 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল ৷ বিএসএফের গোয়েন্দা বিভাগের বর্ডার ফাঁড়ি বৈজনাথপুরে সীমান্ত থেকে একটি ছোট ব্যাগ থেকে দু’টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

নদিয়া/কলকাতা, 10 ডিসেম্বর: বিএসএফ দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা সীমান্ত ফাঁড়ি বৈজনাথপুরে সোনার চোরাচালানের পরিকল্পনা বানচাল করল ৷ আজ নদিয়ার করিমপুর সীমান্তের এই ঘটনায় 2টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷ জানা গিয়েছে, সোনার বিস্কুট দু’টি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টার সময় বাজেয়াপ্ত করা হয় ৷ উদ্ধার হওয়া সোনার ওজন 233.22 গ্রাম ৷ ভারতীয় বাজারে এর আনুমানিক মূল্য 14 লক্ষ 66 হাজার 954 টাকা ৷ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য করিমপুর শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে সোনার বিস্কুট দু’টি ৷

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্রের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএসএফের গোয়েন্দা বিভাগের বর্ডার ফাঁড়ি বৈজনাথপুরের জওয়ানরা সোনা পাচার সম্পর্কে অবহিত হয় ৷ খবর পাওয়া মাত্র সীমান্তে মোতায়েন জওয়ানরা সতর্ক হয়ে যান ৷ তারা গোয়েন্দা বিভাগের নির্দেশিত স্থানে টহল শুরু করে ৷ তখনই ওই এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ অনুমান করে বিএসএফ ৷ জওয়ানরা দেখতে পায় একজন বাংলাদেশ সীমান্তের দিক থেকে ভারতের দিকে একটি ছোট ব্যাগ ছুঁড়ে দিয়েছে ৷ আর কাঁটাতারের বেড়ার এপারে একজন চোরাকারবারী সেই ব্যাগটি নেওয়ার জন্য অপেক্ষা করছিল ৷

ব্যাগ ভারতীয় ভূখণ্ডে পৌঁছানোর পর, সেটি নেওয়ার চেষ্টাও করছিল ওই পাচারকারী ৷ কিন্তু, বিএসএফ জওয়ানদের তৎপরতায় তার উদ্দেশ্যে ব্যাহত হয় ৷ ওই চোরাকারবারী সেখান থেকে পালিয়ে যায় ৷ তবে, বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ছোট একটি ব্যাগ উদ্ধার করে ৷ তার ভিতরেই ছিল দু’টি সোনার বিস্কুট ৷ ভারতীয় বাজারে যার মূল্য প্রায় 15 লক্ষ টাকা ৷ অন্যদিকে, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ ৷

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বাহিনীর এই সাফল্যে উচ্ছ্বসিত বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক ডিআইজি এ কে আর্য ৷ তিনি বলেন, ‘‘কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে ৷ কুখ্যাত চোরাচালান চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয় ৷ তাই তারা গরিব মানুষকে টার্গেট করে ৷’’

তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন, যাতে তারা যদি সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান, তবে তা বিএসএফ-এর 'সীমা সাথী' হেল্পলাইন নম্বর 14419 নম্বরে সেই তথ্য দিতে পারে ৷ এছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্তে আরও একটি নম্বর 9903472227 চালু করেছে বিএসএফ ৷ যেখানে হোয়াটসঅ্যাপ বা সোনা চোরাচালান সম্পর্কিত ভয়েস মেসেজও পাঠানো যেতে পারে ৷ সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারে দেওয়া এবং তার পরিচয় গোপন রাখার আশ্বাসও দিয়েছে বিএসএফ ৷

আরও পড়ুন:

  1. বাংলাদেশ সীমান্ত পেরনোর আগেই 8 লক্ষ টাকার মাদক ট্যাবলেট-সহ গ্রেফতার এক পাচারকারী
  2. বিএসএফের অভিযানে পাচারকারীদের থেকে বাজেয়াপ্ত 2 কোটির বেশি মূল্যের সোনা, আগ্নেয়াস্ত্র; ধৃত 8
  3. দেড় কোটি মূল্যের সোনা উদ্ধার সীমান্তে, আটক এক পাচারকারী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.