ETV Bharat / state

Bomb in Nadia: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নদিয়ার কালীগঞ্জ, উদ্ধার বোমা

author img

By

Published : Mar 9, 2023, 12:23 PM IST

পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির পরদিন ফাঁকা মাঠে একাধিক বোমা পাওয়া গেল ৷ সেগুলি নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড ৷ এমন ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী ৷ তৃণমূল বিধায়ক এর জন্য সিপিএমকে দায়ী করেছেন (TMC MLA alleges CPIM over bomb in Kaliganj Nadia) ৷

Bomb in Nadia
নদিয়ায় বোমা

নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায় ফাঁকা মাঠে বোমা উদ্ধার

কালীগঞ্জ (নদিয়া), 9 মার্চ: পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির পরদিনই ফাঁকা মাঠে একের পর এক বোমা উদ্ধার ৷ বোমাগুলি নিষ্ক্রিয় করলেন বম্ব স্কোয়াডের কর্মীরা ৷ ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানার মলান্দী এলাকার ঘটনা ৷ উল্লেখ্য, দু'দিন আগে জমির ভাগ বাটোয়ারা নিয়ে কালীগঞ্জের মলান্দি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয় ৷ সন্ধ্যায় সেই ঝামেলার সূত্র ধরে দুই পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালীগঞ্জ থানার পুলিশ ৷ পরে আসেন কালীগঞ্জ থানার আধিকারিক সৌরভ ভট্টাচার্য ৷ এরপর অভিযুক্তরা সৌরভ ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ এই সংঘর্ষে কালীগঞ্জ থানার আধিকারিক-সহ তিন সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন (Police injured in Kaliganj Conflict in Nadia) ৷

প্রাথমিকভাবে তাঁদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতাল এবং পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ এরপর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷ ঘটনাস্থলে পৌঁছয় জেলার শীর্ষ প্রশাসনের অধিকর্তারা ৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ ৷ এরপরের দিন থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মলন্দী এলাকার একটি ফাঁকা মাঠে তল্লাশি শুরু করে ৷ গমের জমি-সহ একাধিক জমি থেকে কৌটো দেখতে পায় পুলিশ ৷ সেই কৌটা খুলে একাধিক বোমা দেখতে পাওয়া যা । খবর দেওয়া হয় বোম স্কোয়াডে ৷ তারা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে ফাঁকা মাঠ থেকে একের পর এক বোমা উদ্ধার হওয়ায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় ৷

এই ঘটনার জন্য সিপিএমকে দায়ী করেছেন কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ৷ তিনি বলেন, "কয়েক বছর আগে বোমাবাজির ঘটনায় প্রায় 100 জন সিপিএম কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয় ৷ তারা ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে জামিন না-নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৷ দিনকয়েক আগে রাতে পুলিশ তাদের ধরতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে সিপিএম কর্মীরা ৷ শুধু তাই নয়, সাগরদিঘিতে জয়লাভের পর সিপিএম কর্মীরা এলাকায় বোমাবাজি শুরু করে ৷" তিনি আরও জানান, ইতিমধ্যে প্রশাসনকে এই বিষয়টি জানানো হয়েছে ৷ অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতারির কথা বলা হয়েছে ৷ এলাকার বাসিন্দা সাবির আলি শেখ বলেন, "আমরা ফাঁকা মাঠে কাজ করতে যাই ৷ তাই একের পর এক তাজা বোমা উদ্ধার ঘিরে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি ৷ যারা এই বোমাগুলি রেখে যাচ্ছে, আমরা চাই প্রশাসন দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক ৷"

আরও পড়়ুন: পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ! গুরুতর আহত ওসি সহ 4 সিভিক ভলান্টিয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.