ETV Bharat / state

শান্তিপুরে তৃণমূল ছেড়ে প্রায় 500 জন বিজেপিতে

author img

By

Published : Mar 24, 2021, 10:35 AM IST

মঙ্গলবার বেলঘড়িয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানসহ তৃণমূলের প্রায় 500 কর্মী ও সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ।

approx 500 trinamool workers join bjp in shantipur
শান্তিপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

শান্তিপুর, 24 মার্চ : বিজেপিতে যোগদান করলেন উপপ্রধানসহ প্রায় 500 তৃণমূল কর্মী-সমর্থক । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । নদিয়ার শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির এই যোগদান পর্বের আয়োজন করা হয় ।

জগন্নাথ সরকার দাবি করেন, মঙ্গলবার বেলঘড়িয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানসহ তৃণমূলের প্রায় 500 কর্মী ও সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন । এর আগেও শান্তিপুর শহর ও ব্লকে তৃণমূল ছাড়াও অন্যান্য দল থেকে অনেকে বিজেপিতে যোগদান করেছেন ।

আরও পড়ুন : কৃষ্ণনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রায় 50টি পরিবার

তিনি বলেন, তৃণমূলে থেকে যারা কাজ করেছে তারা বদনাম ছাড়া আর কিছুই পাইনি । তাই সময় থাকতে একের পর এক তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান করার হিড়িক পড়েছে । স্বভাবতই শান্তিপুর কেন্দ্রে বিজেপির জয় 100 শতাংশ নিশ্চিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.