ETV Bharat / state

কৃষ্ণনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রায় 50টি পরিবার

author img

By

Published : Mar 23, 2021, 10:19 AM IST

কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে প্রায় 50টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল । সোমবার রাতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকার ।

approx 50 families join bjp in krishnanagar
কৃষ্ণনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রায় 50টি পরিবারের

কৃষ্ণনগর, 23 মার্চ : দলবদলের ঘটনা অব্যাহত । এবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে । সোমবার রাতে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় 50টি পরিবার । সদ্য তৃণমূল ছেড়ে আসা এই পরিবারগুলির হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে দেন কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থী মহাদেব সরকার ।

কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থী হওয়ার পর বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন সর্বভারতীয় কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার । তাঁর দাবি, মানুষের সমর্থন পাচ্ছেন। কারণ এই কেন্দ্রে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস মন্ত্রী থাকা সত্ত্বেও কোনও কাজ করেননি ।

কৃষ্ণনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রায় 50টি পরিবার

আরও পড়ুন : প্রশান্ত কিশোরের গেম প্ল্যানে কুপোকাত বিজেপি, ফেসবুক পোস্ট কান্তির

তাঁর অভিযোগ, উজ্জ্বল বিশ্বাস বিধানসভায় গিয়ে কথা বলতে পারেন না । সেই কারণেই সাধারণ মানুষ তাঁকে(মহাদেব সরকার) সমর্থন করছেন । আর তারই প্রতিফলন হিসেবে তৃণমূল থেকে একাধিক পরিবার বিজেপিতে যোগদান করছে বলে মনে করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.