ETV Bharat / state

স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও হয়রানির অভিযোগ

author img

By

Published : Jan 13, 2021, 7:48 PM IST

swasthyasathi card
swasthyasathi card

নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার এক পরিবার স্বাস্থ্যসাথী কার্ড থাকা পরও টিউমার রোগীকে কলকাতার কোথাও ভরতি করতে পারলেন না । পরিবারের অভিযোগ, প্রতিটি হাসপাতাল, সিট নেই অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে দায় সেরেছে ।

শান্তিপুর, 13 জানুয়ারি : স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিনামূল্যে চিকিৎসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই কার্ড থাকার পরও চিকিৎসা করাতে গিয়ে চরম হয়রানির শিকার হলেন এক পরিবার । কলকাতার একাধিক হাসপাতলে ভরতি না করতে পেরে অবশেষে অসুস্থ নাবালিকাকে বাড়ি ফিরলেন ওই পরিবার । তাঁদের বাড়ি নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকায় ।

সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দত্ত পাড়ার বাসিন্দা ভরত দাস । পেশায় ভ্যানচালক । তাঁর মেয়ের মাথায় তিনটি টিউমার ধরা পড়ে । সেই কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাঁকে গত এক মাস আগে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন । সেই মতো তার পরিবারের লোকজন অসুস্থ নাবালিকাকে নিয়ে কলকাতা হাসপাতালে চিকিৎসার উদ্দেশে রওনা দেন ।

পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে কলকাতার একাধিক সরকারি হাসপাতালে ঘুরে ঘুরে তাকে ভরতি করাতে পারেনি । প্রতিটি হাসপাতাল, সিট নেই অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে দায় সেরেছে । এরপর অসহায় হয়ে অসুস্থ নাবালিকাকে নিয়ে পরিবারের লোকজন আবার বাড়িতে ফিরে আসেন । বাড়িতে ফিরে এসে ওই অসুস্থ নাবালিকার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা ।

কলকাতায় হল না চিকিৎসা

আরও পড়ুন : সকলের জন্য স্বাস্থ্যসাথী "আইওয়াশ", বলছেন চিকিৎসকরা

প্রশ্ন উঠেছে যেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে বিনা পয়সায় চিকিৎসার কথা বলছেন, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কেন হয়রানি হতে হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.