ETV Bharat / state

Santipur Murder Case: পারিবারিক বিবাদের জের, শান্তিপুরে ভাইপোর হাতে খুন এক ব্য়ক্তি

author img

By

Published : Oct 18, 2022, 11:08 PM IST

শান্তিপুর ফুলিয়ার দিব্যডাঙা এলাকার বাসিন্দা রঞ্জন সরকার আমবাগানে বসেছিলেন এদিন ৷ আচমকাই তাঁর ভাইপো 27 বছরের বিজয় সরকার একটি ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রঞ্জন সরকারের (A man allegedly killed by his nephew in Santipur) ৷

Santipur Murder Case
শান্তিপুরে ভাইপোর হাতে খুন এক ব্য়ক্তি

শান্তিপুর, 18 অক্টোবর: পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ভাইপোর হাতে খুন জ্যেঠু (A man allegedly killed by his nephew in Santipur) ৷ ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। পুলিশ সূত্রে খবর, শান্তিপুর ফুলিয়ার দিব্যডাঙা এলাকার বাসিন্দা রঞ্জন সরকার আমবাগানে বসেছিলেন এদিন ৷ আচমকাই তাঁর ভাইপো 27 বছরের বিজয় সরকার একটি ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় ৷ এরপর রঞ্জন সরকারের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ করতে থাকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় রঞ্জন সরকারের ৷

ঘটনার পর থেকেই এলাকা ছাড়া অভিযুক্ত বিজয় ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ অভিযুক্তের পরিবারের দাবি, তাদের ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন ৷ তবে পারিবারিক কোনওরকম বিবাদ নেই তাদের। কিন্তু নিহত রঞ্জন সরকারের পরিবারের দাবি, বিজয় সরকার নানারকম নেশায় আসক্ত ৷ প্রতিদিনই নেশা করে বাড়িতে ফিরত আর জমি-জায়গা সংক্রান্ত বিষয়ে জ্যেঠুর সাথে কথা কাটাকাটি চলত।

পারিবারিক বিবাদের জের, শান্তিপুরে ভাইপোর হাতে খুন এক ব্য়ক্তি

আরও পড়ুন: চরিত্র নিয়ে প্রশ্ন ! বিধবার চুল কেটে দেওয়ার অভিযোগ চাঁচলে

অভিযুক্ত বিজয় সরকারকে জিজ্ঞাসাবাদ করে খুনের প্রকৃত কারণ জানতে চাইছে পুলিশ ৷ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য সবার প্রথমে অভিযুক্তের হদিশ পাওয়া সবচেয়ে জরুরি ৷ সেই লক্ষ্যে তল্লাশি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় এলাকায় এখনও জারি রয়েছে উত্তেজনা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.