ETV Bharat / state

খড়গ্রামে ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, রাজনৈতিক ?

author img

By

Published : May 13, 2020, 8:26 AM IST

বাজার সেরে বাড়ি ফেরার পথে তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারে কয়েকজন দুষ্কৃতী । গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে যেতে গেলে রাস্তাতেই রাস্তাতেই মৃত্যু হয় তাঁর ।

ছবি
ছবি

কান্দি, 13 মে : বাজার সেরে বাড়ি ফেরার পথে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বাক্কার শেখ (25) নামে ওই যুবকের । তিনি তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ঘটনাটি মুর্শিদাবাদের খড়গ্রামের । তৃণমূলের একাংশের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা একাজ করেছে । স্থানীয় তৃণমূলের তরফে খড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

গতরাতে প্রতিদিনের মতোই বাজার করে খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রসিংহবাটি এলাকায় নিজের বাড়ি ফিরছিলেন বাক্কার শেখ । হঠাৎ তাঁকে ঘিরে ফেলে কয়েকজন দুষ্কৃতী । দু'-এককথায় বচসা শুরু হলে বাক্কারকে ধারালো অস্ত্রের কোপ মারে তারা । সেখানেই লুটিয়ে পড়েন তিনি । স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার করলে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা । খবর পৌঁছায় পুলিশে । এদিকে, স্থানীয়রাই গুরুতর জখম অবস্থায় বাক্কারকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে ভরতি না নিলে মুর্শিদাবাদ মেডিকেলের উদ্দেশে রওনা দেন । হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তাতেই তাঁর মৃত্যু হয় । ঘটনার পর তৃণমূলের একাংশ অভিযোগ করে, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা একাজ করেছে । এবিষয়ে তৃণমূল পরিচালিত বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ বলেন, পুলিশ তদন্ত চালাচ্ছে ।

তবে স্থানীয়দের দাবি, কংগ্রেস নয়, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল । এদিকে বাক্কারের পরিবারের দাবি, পুরানো শক্রতার জেরে এই খুন । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ।

পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.