ETV Bharat / state

ওড়িশা থেকে শ্রমিকের গলা ও পা কাটা দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে

author img

By

Published : Sep 6, 2020, 9:36 PM IST

ওড়িশার বেগুনডিহি বালি চন্দ্রপুরে এক ঠিকাদারের সঙ্গে কাজে গিয়েছিলেন কামাল শেখ ৷ ওই ঠিকাদারের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন মৃতের স্ত্রী ৷

Unusual deaths of a migrant workers
শ্রমিক

রানিতলা, 6 সেপ্টেম্বর: ভিনরাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় খুনের অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। রবিবার বিকেলে ওই শ্রমিকের গলা ও পা কাটা ক্ষতবিক্ষত কফিন বন্দী দেহ গ্রামে ফিরতেই উত্তেজনা ছড়ায় ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানিতলা থানার দেবাইপুরে।

শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা রানিতলায়

মৃত শ্রমিকের নাম কামাল শেখ (42)। ওড়িশার বেগুনডিহি বালি চন্দ্রপুর থেকে গত শুক্রবার কামাল শেখের গলা, পা কাটা ও হাত বাঁধা দেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। পরিবারের অভিযোগ, স্থানীয় ঠিকাদার হাসান মুদ্দি কলকাতায় কাজ দেওয়ার কথা বলে সপ্তাহ দুয়েক আগে কামাল শেখকে সঙ্গে করে নিয়ে যায়। যদিও তাঁকে নিয়ে যাওয়া হয় ওড়িশায়। এরপর গত শুক্রবার ঠিকাদার হাসান মৃতের স্ত্রীকে ফোনে করে মৃত্যুর খবর জানায়। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। পরে পরিবারের লোকজন ভিন রাজ্যে দেহ আনতে গিয়ে পুলিশের কাছে জানতে পারে, কামাল শেখের ক্ষতবিক্ষত দেহের কথা। গলা ও পা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। এমনকী দেহ উদ্ধারের সময় তাঁর হাত বাঁধা ছিল পেছনে মোড়া করে। দেহ গ্রামে নিয়ে আসার পরেই ঠিকাদারের নামে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন মৃতের স্ত্রী। যদিও পুলিশ অভিযোগ নিতে চাইছে না বলে অভিযোগ করেন তিনি ।

মৃতের স্ত্রী শুকতারা বিবি বলেন, "আমার স্বামী যেতে চায়নি। কলকাতায় কাজ দেব বলে তাঁকে জোর করে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল।"

এই বিষয়ে এখনও অবধি রানিতলা থানার পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ ঘটনাটি নিয়ে এলাকায় এখনও উত্তেজনার পরিবেশ রয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.