ETV Bharat / state

চোদ্দ মাস ধরে কারচুপি, ধরা পড়ে মুচলেকা দিয়ে রেহাই রেশন ডিলারের

author img

By

Published : May 23, 2021, 10:35 PM IST

unrest in behrampur due to corruption by a ration dealer
চোদ্দ মাস কারচুপি করে ধরা পড়ে মুচলেকা দিল রেশন ডিলার

অভিযুক্ত রেশন ডিলারের নাম বৈদ্যনাথ ঘোষ। উপভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ, ওজনে কম দেওয়া হচ্ছে । নানা টালবাহানা করে কেরোসিন প্রায় দেওয়াই হত না। এক কেজির পরিবর্তে দাঁড়িপাল্লায় কারচুপি করে সাতশো গ্রাম মাল দেওয়া হত । দীর্ঘদিন ধরে অভিযোগ তুললেও রেশন ডিলার কার্যত গাজোয়ারি করেই এই অপকর্ম চালিয়ে যেতেন ।

বহরমপুর, 23 মে : একটানা চোদ্দ মাস উপভোক্তাদের অন্ধকারে রেখে ওজনে কারচুপি করেছেন রেশন ডিলার । ধরা পড়ার পর বিক্ষোভের মুখে পড়ে ক্ষমা চেয়ে মুচলেকা দিলেন অভিযুক্ত রেশন ডিলার । পঞ্চায়েত প্রধানের সামনে স্বীকার করে নিলেন তিনি অপরাধী । তবে অপরাধী গ্রেফতার না হওয়ায় প্রশ্ন উঠেছে। গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা । শাসকদলের পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপেই অভিযুক্ত রেশন ডিলারের গুরু পাপে লঘু দন্ড হল বলে অভিযোগ উঠতে শুরু করেছে। ঘটনাটি ভরতপুর ব্লকের বিন্দারপুরের ।

অভিযুক্ত রেশন ডিলারের নাম বৈদ্যনাথ ঘোষ। বিন্দারপুরে বিএইচ-63 নম্বর রেশন দোকান চালান তিনি । প্রায় সাড়ে তেরোশো উপভোক্তাকে রেশন সামগ্রী বিতরণ করেন । উপভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ, ওজনে কম দেওয়া হচ্ছে । নানা টালবাহানা করে কেরোসিন প্রায় দেওয়াই হত না। এক কেজির পরিবর্তে দাঁড়িপাল্লায় কারচুপি করে সাতশো গ্রাম মাল দেওয়া হত । দীর্ঘদিন ধরে অভিযোগ তুললেও রেশন ডিলার কার্যত গাজোয়ারি করেই এই অপকর্ম চালিয়ে যেতেন।

unrest in behrampur due to corruption by a ration dealer
রেশন ডিলারের মুচলেকা

এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই রেশন ডিলারের ওজনে কারচুপি হাতেনাতে ধরে বিক্ষোভ শুরু করেন । রেশন ডিলারকে ঘেরাও করে চলে বিক্ষোভ । পরিস্থিতি সামাল দিতে আসেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান । এরপর চাপের মুখে পড়ে রেশন ডিলার কারচুপির কথা স্বীকার করে নিয়ে মুচলেকা লিখে দেন । সেখানে উল্লেখ করা হয়েছে, গত 14 মাস ধরে তিনি উপভোক্তাদের ঠকিয়েছেন ।

আরও পড়ুন : রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ

উত্তেজিত গ্রামবাসীরা রেশন ডিলারের গ্রেফতারের দাবি তুলে তার লাইসেন্স বাজেয়াপ্ত করার দাবি তোলেন । কিন্তু পঞ্চায়েতের হস্তক্ষেপে মুচলেকা দিয়েই কার্যত রেহাই পান বৈদ্যনাথ ঘোষ । গ্রামবাসীদের অভিযোগ, গুরুপাপে লঘু দণ্ড দিয়ে ছাড়া হয়েছে । যা কিছু হয়েছে শাসকদলের হস্তক্ষেপেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.