ETV Bharat / state

Child injured: খেলনা ভেবে কৌটো ধরতেই বিস্ফোরণ, আহত 2 শিশু

author img

By

Published : Jul 15, 2023, 2:20 PM IST

মুর্শিদাবাদে খেলতে গিয়ে কৌটো খুলতেই বিকট আওয়াজ । জখম 2 শিশু ৷ মুর্শিদাবাদের সালার থানা এলাকার ঘটনা । কীভাবে কৌটৌ বোমা বিস্ফোরণ ? উঠছে প্রশ্ন ।

Child injured
আহত 2 শিশু

মুর্শিদাবাদ, 15 জুলাই: কৌটো বোমা বিস্ফোরণে আহত 2 শিশু । খেলনা ভেবে কৌটো খুলতেই বিকট আওয়াজ । বিস্ফোরণে ততক্ষণে জখম দুই খুদে । ঘটনা মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত কাগ্রামের বাবলা গ্রামের । শনিবার সকালে খেলার ছলেই কৌটো বোমা ধরে ফেলে দুই শিশু সাহিল শেখ ও সাকিব শেখ । বিস্ফোরণে জখম দুই শিশুকে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাদের কাটোয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আপাতত শিশুদের অবস্থা স্থিতিশীল ।

প্রশ্ন উঠছে, এলাকায় কীভাবে এল কৌটো বোমা ? বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ । স্থানীয়রা জানাচ্ছেন, বাবলা গ্রামে প্রায় 5টি কৌটো বোমা পড়েছিল । একটি কৌটো বোমা ভুল করে খেলনা ভেবে ধরে শিশুরা । তখনই বিস্ফোরণ । পুলিশ সূত্রের খবর, ইচ্ছাকৃত দুষ্কৃতীরা কৌটৌ বোমা ফেলে গেছে কী না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । তবে গ্রামবাসীদের ক্ষোভ, পঞ্চায়েত ভোট ঘিরে এলাকায় এমনিতে কম-বেশি সংঘর্ষ চলছিলই। কৌটো বোমা ফেলে রাখা তাই ষড়যন্ত্রও হতে পারে ।

সাত সকালে গ্রামের রাস্তায় কৌটো বোমা পড়ে থাকা নিয়ে প্রশ্নের মুখে পুলিশও । ভোট পরবর্তী হিংসা রুখতে যেখানে পুলিশ-প্রশাসনকে সজাগ থাকার কথা, সেখানে এভাবে যত্রতত্র কৌটো বোমা পড়ে থাকা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা । এখনও এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ পাওয়া যায়নি । তবে, দুষ্কৃতীরাই কৌটো বোমা এলাকায় ফেলে গেছে বলে অভিযোগ গ্রামবাসীর ।

আরও পড়ুন: Post poll Death: তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে
পঞ্চায়েত নির্বচনের দিন অর্থাৎ 8 জুলাই রক্তাক্ত হয়েছিল মুর্শিদাবাদ । একাধিক মৃত্যুর সাক্ষী থেকেছেন মানুষ । রাজনৈতিক হিংসার বলি শুধু নয় জখমের তালিকাও দীর্ঘ হয়েছে। ভোট পরবর্তী মুর্শিদাবাদও অশান্ত থেকেছে । এই পরিস্থিতিতে কৌটো বোমা বিস্ফোরণে দুই শিশুর আহত হওয়া উদ্বেগ বাড়াচ্ছে ৷ কোনও উদ্দেশ্য নিয়ে বোমা বা বিস্ফোরক মজুদ করা হচ্ছে কী না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.