ETV Bharat / state

Congress Worker House Vandalism: কংগ্রেস কর্মীর বাড়ি 'ভাঙচুর', অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

author img

By

Published : May 27, 2023, 11:13 AM IST

যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে ৷ এমনকী যোগদান সভায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগও উঠেছে ৷

Congress Worker injured
কংগ্রেস কর্মী

কংগ্রেস কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

মুর্শিদাবাদ, 27 মে: মুর্শিদাবাদে কংগ্রেসের যোগদান সভায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা এবং এক দলীয় কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় আহত হয়েছেন পাঁচজন ৷ পুলিশকর্মীরা 50 মিটার দূরত্বে দাঁড়িয়ে থাকার পরও দুষ্কৃতীদের আটকায়নি বলে অভিযোগ কংগ্রেস কর্মীদের । শুক্রবার বিকেলে রানিনগর কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল ।

যোগদান সভায় মানুষের ভিড় ছিল ভালোই । আচমকা কিছু দুষ্কৃতীরা হামলা চালায় বোমা ও গুলি ছুঁড়ে সভায় ৷ কংগ্রেসের দাবি হামলাাকীরা তৃণমূলেরকর্মীরা । অভিযোগ, হঠাৎ ভিড়ে ঢুকে বোমা, পিস্তল ও লাঠি নিয়ে পুলিশের সামনে কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানো হয় । সঙ্গে ইট বৃষ্টি শুরু করে দেয় দুষ্কৃতীরা ৷ যার ফলে গুরুতর জখম হন পাঁচজন । তিনজনের মাথা ফেটে যায় । ঘটনায় তৃণমূল কর্মী শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ আনে কংগ্রেস ।

দলের কর্মী সমর্থক এবং ঘটনায় আহতরা জানান, শাহ আলমের নেতৃত্ব তাঁর গুণ্ডাবাহিনী এই আক্রমণ করিয়েছে । পুলিশের সামনে এমন ঘটনা হওয়ায় কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করে এবং সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে কংগ্রেস কর্মীদের । স্থানীয় হাসপাতালে গুরুতর আহতদের চিকিৎসা করা হয় । ঘটনার কয়েক ঘণ্টা পরই ফের হামলা হয় । হামলা করা হয় রানিনগরের কংগ্রেস কর্মী রাজীব পাড়ার আতাহার শেখের বাড়িতে । রাত্রি আটটা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়িতে করে এসে আতাহারের বাড়িঘর ভাঙচুর করে লাঠি দিয়ে । সে সময় বাড়িতে আতাহার শেখ ছিলেন না ।

তিনি জানান, এর আগেও চার থেকে পাঁচ বার তাঁর বাড়িতে এসে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা । এবার গাড়িতে করে এসে তাঁর বাড়ি ভাঙচুর করে পালিয়ে যায় । আতাহার শেখ বলেন, "আমাদের অপরাধ আমরা কংগ্রেস করি । সেই কারণে আমাদের বাড়িতে বারংবার এসে হুমকি মারধর এবার বাড়িঘর ভেঙে পালিয়ে গেল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল মেম্বার সালাম এবং তাঁর ভাই রবি, তুহিন এবং ইশা ।"

আরও পড়ুন: রায়গঞ্জে কংগ্রেস কর্মীর উপর হামলা, অভিযােগের তির তৃণমূলের দিকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.