ETV Bharat / state

ডোমকলে প্রকাশ্য রাস্তায় গুলি তৃণমূল নেতার, জখম 2

author img

By

Published : Aug 30, 2020, 7:26 PM IST

প্রকাশ্যে গুলি চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি আশাদুল শেখ । প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো ।

TMC group clash in Domkol
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

ডোমকল, 30 অগাস্ট : আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে দাপাদাপি ডোমকলে । প্রকাশ্যে গুলি চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি আশাদুল শেখ । প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো ।

ফুটপাতের জায়গা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ডোমকল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর । দুষ্কৃতীরা প্রকাশ্যে রাস্তায় নেমে তাণ্ডব চালাল । ভরদুপুরে গুলি, বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা । মোট ছ'রাউন্ড গুলি চলে । ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছে দু'জন । অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি আশাদুল শেখের বিরুদ্ধে । ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, উত্তপ্ত দিনহাটা

ডোমকলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর দীর্ঘদিনের । অভিযোগ, ফুটপাত দখলকে কেন্দ্র করে বুথ সভাপতি আশাদুল শেখ ও সক্রিয় তৃণমূল কর্মী আবুল হোসেনের মধ্যে মন কষাকষি থেকেই এই গোষ্ঠী সংঘর্ষ নতুন করে উসকানি পায় । আবুল হোসেনের অভিযোগ, আজ দুপুরে আশাদুল, তার ভাই রেজ্জাক-সহ পনেরোজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢুকে পড়ে । গুলি চালাতে শুরু করে । ব্যাপক বোমাবাজি করে বুথ সভাপতির নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী । সংঘর্ষে আবুল হোসেনের ছেলে জনি শেখ ও আনোয়ার শহিদ নামে এক ব্যক্তি জখম হয় । তিনটি গুলি কোমড় ছুঁয়ে বেরিয়ে যায় বলে দাবি আবুল হোসেনের । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডোমকলের SDPO-র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থানে পৌঁছায় ।

প্রকাশ্যে গুলি চালাচ্ছেন তৃণমূলের বুথ সভাপতি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এলাকা এখনও বেশ থমথমে । তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.