India Book of Records : ক্ষুদ্রতম কার্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম খড়গ্রামের ছাত্রের

author img

By

Published : Jun 19, 2022, 10:51 PM IST

India Book of Records news
ক্ষুদ্রতম কার্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেলন ছাত্র ()

ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সম্রাট কর । আর সেই পারদর্শীতাই তাঁকে পৌঁছে দিল সাফল্যের শিখরে । দেশের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির তৈরি করলেন মুর্শিদাবাদের খড়গ্রামের ছাত্র (Smallest Greetings Card) ৷

মুর্শিদাবাদ, 19 জুন : দেশের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড তৈরি করেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সম্রাট কর । আর তাতেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল সম্রাটের । 451 নম্বর পেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে (India Book of Records)। খড়গ্রাম হাইস্কুলের কলাবিভাগে এবারে ভর্তি হয়েছে ।

বাবা পেশায় চাষি মলয় চন্দ্র কর, মা গৃহবধূ সোনালী কর । মা, বাবা, বোন নিয়ে চারজনের সংসার । ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সম্রাট কর । আর সেই পারদর্শীতাই তাঁকে পৌঁছে দিল সাফল্যের শিখরে । দেশের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির তৈরি করল সম্রাট ।

ক্ষুদ্রতম কার্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেলন ছাত্র

আরও পড়ুন : 108 ঘণ্টায় 75 কিমি হাইওয়ে নির্মাণ করে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড' রেকর্ডসে নাম তুলতে চায় এনএইচএআই

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত হরপুর গ্রাম । এই গ্রামেই ছোট থেকেই বড় হয়ে ওঠা সম্রাট করের । তার তৈরি 2 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার মাপের দেশের পতাকা আঁকা তিন স্তর বিশিষ্ট গ্রিটিংস কার্ড । 11ই মে এই গ্রিটিংস কার্ড কনফার্ম করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book of Records)। অবশেষে তাঁর বাড়িতে এসে পৌঁছায় শংসাপত্র, মেডেল ও পেন । ছোট থেকেই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বহু পুরস্কার এসেছে তাঁর ঝুলিতে । তবে তাতেও সে পিছিয়ে থাকেনি । ছোট থেকেই আঁকা ও হাতের কাজে পারদর্শী ছিলেন সম্রাট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.