ETV Bharat / state

Arijit Singh : মুর্শিদাবাদ মেডিক্যালে ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

author img

By

Published : Jun 15, 2021, 10:37 AM IST

Updated : Jun 15, 2021, 11:03 AM IST

গত মে মাসে মায়ের মৃত্যুর পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঁচটি হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন (high flow nasal oxygen) প্রদান করেছিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷ এবার আরও পাঁচটি দিলেন ৷ এতে করোনার চিকিৎসায় বিশেষ সুবিধা হবে বলে জানান চিকিৎসকরা ৷

মুর্শিদাবাদ মেডিক্যালে করোনার চিকিৎসায় ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের ৷
মুর্শিদাবাদ মেডিক্যালে করোনার চিকিৎসায় ফের অত্যাধুনিক যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের ৷

বহরমপুর, 15 জুন : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আরও পাঁচটি হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন (high flow nasal oxygen) প্রদান করলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷ এর আগেও এখানে মায়ের স্মৃতিতে এইচএফএনও মেশিন দিয়েছেন অরিজিৎ ৷ এবারে আবার শুধু এইচএফএনও মেশিন নয়, তার সঙ্গে কম্প্রেসার মেশিনও দিয়েছেন তিনি ৷

মে মাসেই মাকে হারিয়েছেন অরিজিৎ ৷ করোনায় আক্রান্ত হয়ে সেরে গেলও হার্ট অ্যাটাকে মারা যান সঙ্গীতশিল্পীর মা ৷ মায়ের মৃত্যু নাড়া দিয়েছে তাঁকে ৷ তারপর থেকেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই বিখ্যাত ছেলে ৷ আগেই নিজের স্বেচ্ছাসেবী সংস্থার হাত দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজকে এক দফা এইচএফএনও মেশিন প্রদান করেছেন তিনি । এই যন্ত্রের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ বাড়ানো যায় । এবার দ্বিতীয় দফায় আরও পাঁচটি এইচএফএনও মেশিন এবং কম্প্রেসার দিলেন ৷ আধুনিক এই যন্ত্রের মাধ্যমে করোনার চিকিৎসায় বিশেষ সুবিধা হবে বলে জানান চিকিৎসকরা ৷

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ফের করোনার চিকিৎসায় সাহায্য করবে এমন যন্ত্র প্রদান করলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷

সোমবার অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ধৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পাঁচটি এইচএফএনও মেশিন ও দশটি কম্প্রেসার মেশিন তুলে দেওয়া হল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাসের হাতে । মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে এসে মেশিনগুলি দেওয়া হয় । স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রয়োজনে আরও সাহায্য করা হবে হাসপাতালে ৷ এই পর্যন্ত মোট 10টি এইচএফএনও মেশিন ও 10টি কম্প্রেসার মেশিন দেওয়া হল কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য ৷ উন্নতমানের এই যন্ত্র পেয়ে খুশি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ।

করোনা আক্রান্ত হয়ে অরিজিতের মা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেই ভর্তি ছিলেন । হাসপাতালে অক্সিজেনের দেওয়ার সঠিক ব্যবস্থা না থাকায় অবস্থার অবনতি হলে কলকাতার এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে । মায়ের মৃত্যুর পাঁচ দিনের মধ্যে মুম্বই থেকে পাঁচটি এইচএফএনও মেশিন পাঠিয়ে দেন অরিজিৎ । তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন আরও পাঁচটি মেশিন দেওয়ার ।

আরও পড়ুন : হোয়াটস অ্যাপে 'হাই' লিখলেই মিলবে টিকা

Last Updated :Jun 15, 2021, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.