ETV Bharat / state

Durga Puja 2023: কৃষকদের জীবন সংগ্রাম এবার বহরমপুরের পুজো মণ্ডপে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 7:59 PM IST

থিমের লড়াইয়ে এবার কৃষকবন্ধুরা ৷ তাদের পরিশ্রম ও লড়াইকে ফুটিয়ে তোলা হয়েছে উনুনের গায়ে চিত্রের মাধ্যমে । বহরমপুরের সৈদাবাদ কুহেলি সংঘের পুজোয় দেখা মিলবে এই থিমের ৷

Durga Puja 2023 theme
সৈদাবাদ কুহেলি সংঘ

কৃষকদের জীবন গাঁথা এবার বহরমপুরের পুজো মণ্ডপে

বহরমপুর, 9 অক্টোবর: বর্তমানে পুজো মানেই হচ্ছে থিমের লড়াই । আর এই থিমের লড়াইয়ে কলকাতার থেকে পিছিয়ে নেই জেলাগুলি ৷ এবার কৃষকদের জীবনকাহিনী ফুটে উঠবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহরের সৈদাবাদ কুহেলি সংঘে ৷ 49তম বর্ষে এবার তাদের থিম কৃষকবন্ধু ৷ কৃষকদের সম্মান জানিয়েই তাঁদের লড়াইকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে ৷ উনুনের গায়ে চিত্রের মাধ্যমে ফুটে উঠবে কৃষকদের সংগ্রামের ছবি।

মাঠে চাষ করা থেকে ফসল হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া পর্যন্ত, সমস্ত কিছু তুলে ধরবে এই পুজো কমিটি । একটি বড় উনুন করা হয়েছে, তারই মাঝে সপরিবারে থাকবেন মা দুর্গা ৷ কারণ উনুন আগে ঘরে ঘরে বহুল ব্যবহৃত হত । তবে এখন কমেছে তার প্রচলন । চাষের এবং গঙ্গার মাটি, এই দুইয়ের সংযোজনে পুরো মণ্ডপের সজ্জা তৈরি হচ্ছে । তাতে ব্যবহৃত হবে না কোনও রং । এমনকী বড় উনুনের চারিদিকে ছোট ছোট উনুন থাকবে ৷ তাতে প্রতীকি আগুনের শিখা দেখা যাবে । এছাড়াও থিমকে ফুটিয়ে তুলতে বাঁশ, খড়, দঁড়ি-সহ শোলার ব্যবহার করা রয়েছে । থিমটি ফুটিয়ে তুলছেন শিল্পী তন্ময় দাস ।

Durga Puja 2023 theme
সৈদাবাদ কুহেলি সংঘের থিম কৃষকবন্ধু

তাঁর কথায়, "আমি পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করে এই থিমকে ফুটিয়ে তুলছি ৷ বাঁশ, মাটি, খড় ও পাট দিয়ে তাজ করা হচ্ছে ৷ কোনওরকম প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে না ৷ থিমে কৃষিকাজের উপর আমরা জোর দিয়েছি ৷ জমিতে ফসল ফলানো থেকে ধান কেটে বিক্রি করতে নিয়ে যাওয়া, সব ফুটে উঠবে মণ্ডপে ৷ ধান ঝাড়ানো থেকে লাঙল দিয়ে চাষ ৷ সবই দেখতে পাবেন দর্শকরা ৷ 100 দিনের মধ্যে এই কাজ শেষ করব আমরা ৷"

আরও পড়ুন: টালা বারোয়ারিতে এবার 'জোড়া ঠাকুর', মণ্ডপ জুড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা শিল্প

চতুর্থীর দিন থেকে মানুষের জন্য খুলে দেওয়া হবে সৈদাবাদ কুহেলি সংঘের পুজো মণ্ডপ ৷ তাতে ভিড় জমাবে মুর্শিদাবাদ-সহ ভিন জেলার বাসিন্দারা বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.