ETV Bharat / state

Sagardighi Bye Election: সাগরদিঘি উপনির্বাচনে ত্রিমুখী লড়াই, বিজেপি প্রার্থী দিলীপ সাহা

author img

By

Published : Feb 2, 2023, 7:21 AM IST

Sagardighi Bye Election
সাগরদিঘি উপনির্বাচন

চলতি মাসের শেষেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন ৷ তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার হঠাৎ মৃত্যুতে আসনটি ফাঁকা হয়ে যায় ৷ এবার সেখানে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে (BJP, Congress and TMC Candidate Sagardighi Bye Election) ৷

সাগরদিঘি, 2 ফেব্রুয়ারি: ফেব্রুয়ারির শেষে রাজ্যে ফের উপনির্বাচন ৷ 27 ফেব্রুয়ারি সাগারদিঘির সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ ওই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট পেলেন দিলীপ সাহা ৷ বুধবার এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হল ৷ 29 ডিসেম্বর প্রয়াত হন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের তৎকালীন মন্ত্রী সুব্রত সাহা ৷ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর ৷

স্বাভাবিকভাবে তাঁর মৃত্যুতে এই কেন্দ্রে বিধায়ক পদ শূন্য হয়ে যায় ৷ এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ব্লক সভাপতি ৷ এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসও ৷ কংগ্রেসের হয়ে লড়বেন ব্যারণ বিশ্বাস ৷ আর বিজেপির দিলীপ সাহা ৷ উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রস্তুতি শুরু করে গিয়েছে সব শিবিরেই ।

Sagardighi Bye Election BJP Candidate
সাগরদিঘি উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহা

প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূলের হয়ে জিতেছিলেন সুব্রত সাহা ৷ সুব্রত সাহা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন ৷ 2011 সাল থেকে এই কেন্দ্রে টানা তিনবার বিধায়ক হন প্রবীণ নেতা ৷ উল্লেখ্য 2011 সালের নির্বাচনে সুব্রত সাহা জয়ী হন এবং মুর্শিদাবাদে তৃণমূলের প্রথম বিধায়ক তিনি ৷ তারপর 2016 ও 2021 সালেও জয়ী হয়ে বিধায়ক হন তিনি ৷ শুধু তাই নয়, একদা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদে তিনিই তৃণমূলের প্রথম বিধায়ক ।

আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী 'মমতা ঘনিষ্ঠ' বলে অভিযোগ

প্রসঙ্গত সম্প্রতি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন ৷ ত্রিপুরা, মেঘালয়া এবং নাগাল্যান্ডে ভোট হবে এ মাসেই ৷ এর পাশাপাশি লাক্ষাদ্বীপ, অরুণাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের যে বিধানসভা কেন্দ্রগুলি কোনও কারণে খালি হয়ে রয়েছে, সেই কেন্দ্রগুলির নাম উপনির্বাচনও ঘোষণা হয়েছে ৷

গত 31 জানুয়ারি গেজেট নোটিফিকেশন উপনির্বাচনের বিষয়টি প্রকাশিত হয়েছে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চলতি মাসের 7 তারিক। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে 8 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 10 ফেব্রুয়ারি। ভোটাভুটি হবে আগামী 27 ফেব্রুয়ারি। এরপর 2 মার্চ ফলাফল। 4 মার্চের মধ্যে সব কটি রাজ্যের উপনির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.