ETV Bharat / state

সীমান্তে নিষিদ্ধ কাফ সিরাপ, দু'লাখ টাকার লাউবীজ উদ্ধার; গ্রেপ্তার 1

author img

By

Published : Aug 23, 2020, 9:06 PM IST

পাচারের আগে দু'লাখ টাকার লাউয়ের বীজসহ এক পাচারকারী গ্রেপ্তার । এদিকে, চর রাজানগর এলাকা থেকে উদ্ধার হয়েছে 1 লাখ 22 হাজার টাকার নিষিদ্ধ ফেন্সিডিল ।

smuggling
smuggling

রানিনগর, 23 অগাস্ট : ফের সীমান্তে পাচার রুখে দিল BSF । পাচারের আগে দু'লাখ টাকার লাউয়ের বীজসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বহরমপুর সেক্টরের BSF-এর 117 নম্বর ব্যাটেলিয়ন । এদিকে, আজই চর রাজানগর এলাকা থেকে উদ্ধার হয়েছে 1 লাখ 22 হাজার টাকার নিষিদ্ধ ফেনসিডিল ।

আজ ভোরে ওই পাচারকারীকে কাহারপাড়া BOP এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 600 প্যাকেট লাউয়ের বীজ । ধৃতের নাম ফারুক শেখ । বাড়ি রানিনগর থানার কামারপাড়ায় । ধৃতকে রানিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । অন্যদিকে, আজ চর রাজানগর এলাকা থেকে উদ্ধার হয়েছে 1 লাখ 22 হাজার টাকার নিষিদ্ধ ফেনসিডিল । যদিও এক্ষেত্রে কোনও পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি BSF ।

BSF সূত্রে জানা গিয়েছে, লাভের আশায় রবিবার ভোরে 600 প্যাকেট লাউয়ের বীজ আর্ন্তজাতিক সীমান্ত পার করতে গিয়েছিল ফারুক শেখ । কাজ হাসিলের আগেই ধরা পড়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ।

অপরদিকে, চর রাজানগর BOP এলাকায় দুষ্কৃতীদের চলাফেরা লক্ষ্য করে তাড়া করেন 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । মাথার বস্তা ফেলে রেখেই চম্পট দেয় চোরাচালানকারীরা । বস্তা থেকে উদ্ধার হয়েছে 720 বোতল নিষিদ্ধ কাফসিরাপ । যার বাজারমূল্য 1 লাখ 22 হাজার 176 টাকা বলে দাবি BSF-এর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.